নবম – দশম নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করল সিবিআই। সোমবার আলিপুরে বিশেষ সিবিআই আদালতে চার্জশিট পেশ করেন সিবিআইয়ের আইনজীবী। এদিন চার্জশিট পেশ হয়েছে নিয়োগ দুর্নীতির ৩ দালাল কৌশিক ঘোষ, আলি ইমাম ও শাহিদ ইমামের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা তোলার অভিযোগ এনেছে তদন্তকারী সংস্থা।
গত ফেব্রুয়ারিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন কৌশিক ঘোষ, আলি ইমাম ও শাহিদ ইমাম। তার পর থেকে তারা জেলবন্দি রয়েছেন। এদের মধ্যে কৌশিক বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ। ইতিমধ্যে জীবনকৃষ্ণকেও নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা। ওদিকে আদালতের নির্দেশে চাকরি চলে গিয়েছে কৌশিক ঘোষের বোনের। যার পর আত্মঘাতী হয়েছেন কৌশিকের ভাগ্নী। এহেন কৌশিক ঘোষ মোটা মাইনের সরকারি চাকরি ছেড়ে চাকরির দালালি শুরু করেন বলে জানিয়েছে সিবিআই।
এছাড়া ধৃত অন্য ২ যুবক আলি ও শাহিদ ২ ভাই। আরামবাগের যুব তৃণমূল নেতা বলে পরিচিত শাহিদ ইতিমধ্যে রাখি সাওয়ান্তের বলিউডে মিউজিক ভিডিয়োয় অভিনয় করে ফেলেছে। হুগলি - বর্ধমানসহ বিভিন্ন জায়গায় তার বিপুল সম্পত্তি রয়েছে বলে জানা গিয়েছে। আরামবাগে তাঁর নির্মিয়মান বাড়িটিও দেখার মতো।