গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে চন্দন মণ্ডলের বিরুদ্ধে আদালতে চাঞ্চল্যকর দাবি করল ইডি। এদিন তাদের আইনজীবী আদালতে জানিয়েছেন, চেন সিস্টেমে দুর্নীতি করতেন চন্দন। কোন স্কুলে গ্রুপ সির পদ খালি আছে তা জেনে জাল মেমো নম্বর ব্যবহার করে নিয়োগপত্র তৈরি করতেন তিনি।
আদালতে ইডি জানিয়েছেন, নিয়োগ দুর্নীতিতে শুধুমাত্র চন্দন মণ্ডলের অ্যাকাউন্টেই ঢুকেছে ১৬ কোটি টাকা। চাকরিপ্রার্থীদের থেকে এই টাকা নিয়েছেন তিনি। মঙ্গলবার আদালতে পেশের সময় চন্দনকে হেফাজতে চেয়ে ইডি যে আবেদন করেছিল তাতে দাবি করা হয়েছে, শিক্ষা দফতরের নিয়োগপত্র দেওয়ার কোনও নিয়ম মানেননি চন্দন মণ্ডল। ভুয়ো মেমো নম্বর দিয়ে নিয়োগপত্র তৈরি করেছেন তিনি। এমনকী তাতে বসানো হয়েছে SSC-র আঞ্চলিক প্রধানদের স্ক্যান করা সই। নিয়োগের পর প্রার্থীদের নাম ওয়েবসাইটে তোলা হয়নি।
এদিন ইডি দাবি করেছে, এই দুর্নীতি প্রমাণ করছে পশ্চিমবঙ্গের সমাজে কোথাও পচন ধরেছে। এই দুর্নীতির টাকা মালদ্বীপ থেকে ভিয়েতনাম সারা পৃথিবীতে পৌঁছে গেছে।
এব্যাপারে মানিকের ছেলে শৌভিকের বিদেশযাত্রার কথা উল্লেখ করেন ইডির আইনজীবী। বলেন, তাঁর লন্ডনে যাওয়ার কারণ জানতে বিদেশ মন্ত্রক ও অভিবাসন দফতরের সঙ্গে যোগাযোগ রাখছেন তাঁরা।