বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SSC Scam: সত্যিটা সামনে আসুক, আইনজীবীর মাধ্যমে বার্তা পার্থর, কীসের ইঙ্গিত?

SSC Scam: সত্যিটা সামনে আসুক, আইনজীবীর মাধ্যমে বার্তা পার্থর, কীসের ইঙ্গিত?

পার্থ চট্টোপাধ্যায় ও উদ্ধার হওয়া টাকার পাহাড়।

নিয়োগ দুর্নীতি মামলা পাঁচ মাসেরও বেশি সময় ধরে আলিপুর সংশোধনাগারে রয়েছেন পার্থ। এবার জামিন চাইছেন তিনি। ইডির মামলা থেকেও অব্যাহতি চাইছেন তিনি। এর সঙ্গে আবার চাইছেন সত্যিটা সামনে আসুক। তবে কি ধৈর্য্য হারিয়ে ফেলছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী?

তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি তৃণমূলের প্রাক্তন মহাসচিব। নিয়োগ দুর্নীতি মামলায় জেলের গরাদের আড়ালে দিন কাটছে তার। সেই পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার আইনজীবীর মাধ্যমে জানিয়ে দিলেন , সত্যিটা সামনে আসুক। তিনি দোষী হলে দোষী, না হলে সেটাও প্রমাণ হোক। এখানেই প্রশ্ন উঠছে সত্যিটা ঠিক কী? আর কোন রাঘববোয়াল জড়িত রয়েছে এই দুর্নীতির সঙ্গে? দুর্নীতির বখরা কারা পেয়েছিলেন সেটাই তো জানতে চাইছেন বঙ্গবাসী? তবে কি সেই সত্যিটাই প্রকাশ্যে আনার কথা বলছেন পার্থ?

এদিকে নিয়োগ দুর্নীতির কথা উঠলেই কথায় কথায় উঠে আসছে পার্থ চট্টোপাধ্যায়ের কথা। সংবাদ মাধ্যমেও উঠে আসছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। এবার আইনজীবীর মাধ্যমে পার্থ জানিয়ে দিয়েছেন, মিডিয়া ট্রায়াল বন্ধ হোক।

মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে ইডির মামলা থেকে অব্যাহতি ও জামিনের মামলার শুনানি ছিল। তবে সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। পরবর্তী শুনানি হবে ১৪ ফেব্রুয়ারি। এদিকে জামিনের আবেদন করা হয়েছিল পার্থর তরফে। কিন্তু এনিয়ে জবাব দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় চেয়েছে ইডি।

এদিকে ইডির মামলা থেকে অব্যাহতি চেয়েছেন পার্থ। কিন্তু তার বিরোধিতা করে হলফনামা দিয়েছে ইডি। তবে ইডির সেই হলফনামার জবাব দিতে কিছুটা সময় চেয়েছের পার্থর আইনজীবীরা।আগামী ১৪ ফেব্রুয়ারি দুটি মামলারই শুনানি হবে।

পার্থর আইনজীবী সুকন্যা ভট্টাচার্য সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, পার্থ চাইছেন বিষয়টির সত্যতা প্রকাশ হোক। উনি দোষী হলে দোষী । না হলে তা ও প্রমাণ হোক। যাতে মিডিয়া ট্রায়াল না হয় সেটাও দেখা হোক। সত্যি খবরটা প্রকাশ করা হোক। সত্যতার ভিত্তিতে খবর হোক। বিচারব্যবস্থা, সংবাদ মাধ্যমের উপর আমাদের আস্থা আছে। জানিয়েছেন পার্থর আইনজীবী। তিনি জানিয়েছেন, পার্থ চাইছেন সত্যি খবরটা প্রকাশ করা হোক।

নিয়োগ দুর্নীতি মামলা পাঁচ মাসেরও বেশি সময় ধরে আলিপুর সংশোধনাগারে রয়েছেন পার্থ। এবার জামিন চাইছেন তিনি। ইডির মামলা থেকেও অব্যাহতি চাইছেন তিনি। এর সঙ্গে আবার চাইছেন সত্যিটা সামনে আসুক। তবে কি ধৈর্য্য হারিয়ে ফেলছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? যে কারণেই, তিনি যা হোক একটা সিদ্ধান্ত শুনতে চাইছেন। তার সঙ্গেই তিনি আবার ইডির মামলা থেকে রেহাই পেতে চাইছেন। অনেকের মতে, তদন্ত না এগিয়ে নিয়ে গেলে কীভাবে সত্যিটা সামনে আসবে সেটা পরিষ্কার নয়। তবে কি পার্থ নিজেও দ্বিচারিতা করছেন? প্রশ্ন উঠছে অনেকের মনে।

 

বাংলার মুখ খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.