বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SSC Scam: কয়েকজন জেলে আর কয়েকজন ঘুরে বেড়াবে, বাকিরা কোথায়? নবম -দশম মামলায় বিচারপতির তোপের মুখে সিবিআই

SSC Scam: কয়েকজন জেলে আর কয়েকজন ঘুরে বেড়াবে, বাকিরা কোথায়? নবম -দশম মামলায় বিচারপতির তোপের মুখে সিবিআই

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। 

কুন্তল ঘোষের চিঠি মামলাতেও সিবিআইকে নিশানা করে তোপ দাগেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারপতি।

নবম দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার আদালতের তোপের মুখে আলিপুর আদালত। ক্ষুব্ধ বিচারপতি সোমবার প্রশ্ন করেন, চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের অনেকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কয়েকজন জেলে থাকবে, কয়েকজন ঘুরে বেড়াবে? প্রশ্ন তুলেছেন বিচারপতি।

পাশাপাশি কুন্তল ঘোষের চিঠি মামলাতেও সিবিআইকে নিশানা করে তোপ দাগেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারপতি।

সূত্রের খবর, চার্জশিটে নাম থাকা সত্ত্বেও কেন বাকিদের গ্রেফতার করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। তবে কেন তাদের গ্রেফতার করা হয়নি তা নিয়ে সিবিআই আদালতের কাছে রিপোর্ট আকারে নথি পেশ করেছিল। কিন্তু সেই রিপোর্টে সন্তুষ্ট নয় আদালত। আদালত সিবিআইয়ের জবাবে একেবারে সন্তুষ্ট নয়। সব মিলিয়ে সিবিআইয়ের কাছে আদালতের প্রশ্ন, চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের অনেকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কয়েকজন জেলে থাকবে, কয়েকজন ঘুরে বেড়াবে?

তবে এর আগেও গত ডিসেম্বর মাসে এই নবম দশম মামলায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন সেই সময়, আমার বিশ্বাস এবার বড় ইঁদুর জালে উঠবে। বিচারপতির এই মন্তব্যের পরে গোটা বাংলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। সেই ধেড়ে ইঁদুর কে তা নিয়ে বিচারপতি অবশ্য সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে সেই ধেড়ে ইঁদুরকে ঘিরে নানা চর্চা শুরু হয়েছিল বাংলা জুড়ে।

এমনকী সেই সময় ধৃত সুবীরেশ ভট্টাচার্য প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় জানিয়েছিলেন, সুবীরেশ ভট্টাচার্য সহযোগিতা করছেন না শুনেছি। তাকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করুক সিবিআই। এই মামলায় মুখ না খুললে বা সহযোগিতা না করলে কড়া নির্দেশ দেব। এমনকী সেই সময় রাজীব কুমারের প্রসঙ্গ টানেন বিচারপতি।

তিনি সুবীরেশ ভট্টাচার্য প্রসঙ্গে বলেন, সিবিআইকে সহযোগিতা না করলে তাকে আবার হেফাজতে নিক। রাজীব কুমারকে তো অসমে নিয়ে গিয়ে জেরা করা হয়েছিল।

এরপর এতগুলো মাস কেটে গিয়েছে। ফের বিচারপতির তোপের মুখে পড়ল সিবিআই। চার্জশিটে নাম থাকা সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন আলিপুর আদালতের বিচারক।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

অনন্যার গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি আরিয়ানের! শাহরুখ পুত্রকে নিয়ে অভিযোগ নায়িকার দশমীর পর গুরু-শুক্রর সমসপ্তক যোগ, ৪ রাশির খুলবে ভাগ্যর দ্বার ৬৮,০০০ মার্কিন ডলার মুক্তিপণ চেয়েছিল সাইবার হ্যাকাররা, মেনে নিল স্টার হেলথ ১টা ডটের শাস্তি! রিশাদের বাকি ৫ বলে ৫ ছক্কা সঞ্জুর, ওভারে উঠল ৩০ রান- ভিডিয়ো কোলে ইয়ালিনি,ছেলের হাত ধরে! দু-হাতে সন্তানদের সামলাচ্ছেন রাজের 'দুর্গা' শুভশ্রী ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে মিষ্টিমুখ থেকে কোলাকুলি- 'সারেগামাপা'-র দশমীর বিশেষ পর্বে কী কী চমক?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.