‘শো’ শুরু হয়েছিল শুক্রবার। সেই ‘শো’ একেবারে চূড়ান্ত নাটকীয়তার পর্যায়ে পৌঁছাল শনিবার। স্কুল সার্ভিস কমিশনে (এসএসসি) দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আপাতত এসএসকেএমে ভরতি আছেন। অন্যদিকে, গ্রেফতার করা হয়েছে পার্থের ‘ঘনিষ্ঠ সহযোগী’ অর্পিতা মুখোপাধ্যায়কেও।
৩ ঘণ্টা চলল স্বাস্থ্য পরীক্ষা, রাতেও অর্পিতাকে জেরা করবে ED
জোকার ইএসআই হাসপাতালে প্রায় তিন ঘণ্টা অর্পিতা মুখোপাধ্যায়ের স্বাস্থ্যপরীক্ষা চলল। এবার তাঁকে ইডির দফতরে নিয়ে যাওয়া যাচ্ছে। রাতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। রবিবার তাঁকে আদালতে পেশ করা হবে।
SSKM-এ আনা হল পার্থকে, হাসপাতালে ঢুকলেন হুইলচেয়ারে
এসএসকেএম হাসপাতালে আনো হল পার্থ চট্টোপাধ্যায়কে। হুইলচেয়ারে তাঁকে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়।
মমতার বিষয়ে মিথ্যে বলছেন পার্থ, ঘুরিয়ে দাবি TMC-র
পার্থ চট্টোপাধ্যায় মিথ্যে কথা বলছেন বলে ঘুরিয়ে দাবি করল তৃণমূল। আজ সকালে পার্থ দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা করেছিলেন। তবে মমতাকে পাননি। সে বিষয়ে ফিরহাদ বলেন, ‘অভিযানের সময় ফোন বাজেয়াপ্ত করে নেওয়া হয়। তাহলে উনি ফোন করার চেষ্টা করবেন কীভাবে?’
‘তৃণমূল অন্যায় করে না, অন্যায় সহ্য করে না’
ফিরহাদ হাকিম: তৃণমূল অন্যায় করে না। অন্যায় সহ্য করে না।
'পার্থদা ওয়াশিং মেশিনে ঢুকলে ইডি কিছু খুঁজে পেত না'
ফিরহাদ হাকিম: পার্থদা ওয়াশিং মেশিনে ঢুকলে ইডি কিছু খুঁজে পেত না। বিজেপির চক্রান্ত করছে। দেশের এজেন্সিগুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি।
'পার্থের দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ করবে তৃণমূল'
তৃণমূল কংগ্রেস: পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও দোষ প্রমাণিত হলে তৃণমূল প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।
'২১.২ কোটি টাকার সঙ্গে কোনও সম্পর্ক নেই', দায় ঝাড়ল তৃণমূল
সাংবাদিক বৈঠকে শুরু তৃণমূল কংগ্রেসের। কুণাল ঘোষের দাবি, একটি ঘটনা ঘটেছে। টাকার সঙ্গে কোনও সম্পর্ক নেই। যাঁর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তার সঙ্গে এটার কোনও সম্পর্ক নেই।
পার্থের গ্রেফতারিতে পাকে তৃণমূল! অভিষেকের অফিসে হল বৈঠক
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর অস্বস্তিতে দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হল বৈঠক। সন্ধ্যা ছ'টা ৩০ মিনিটে তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করা হবে।
'আমি কোনও অন্যায় করিনি', দাবি অর্পিতার
ফ্ল্যাট থেকে বেরনোর সময় চিৎকার করে অর্পিতা মুখোপাধ্যায়ের দাবি, আমি কোনও অন্যায় করিনি। বিজেপির চাল এটা।
২১.২ কোটি টাকা উদ্ধারের পর পার্থের ‘ঘনিষ্ঠ’ অর্পিতাকে গ্রেফতার ED-র
টালিগঞ্জের ফ্ল্যাট থেকে বের করা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়কে। ইডির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
পার্থকে ২ দিনের ED-র হেফাজতের নির্দেশ আদালতের
পার্থ চট্টোপাধ্যায়ের দু'দিনের জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালত। অর্থাৎ সপ্তাহান্তে জেল হেফাজতে থাকবেন পার্থ।
চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন সুকান্ত
ধর্মতলায় এসএসসি পরীক্ষাপ্রীর্থীদের সঙ্গে দেখা করতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
PMLA-এ মামলা পার্থর নামে
প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে মামলা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। মন্ত্রীর আইনজীবীরা জামিনের আবেদন জানানোর জন্য প্রস্তুত হচ্ছে।
অর্পিতার বাড়িতে পৌঁছল ট্রাঙ্ক ভরতি গাড়ি
অর্পিতার বাড়িতে পৌঁছল ট্রাঙ্ক ভরতি গাড়ি। এই ট্রাঙ্কে করেই টাকার পাহাড় সরানো হবে অর্পিতার ফ্ল্যাট থেকে।
আদালতে নিয়ে যাওয়া হল পার্থকে
ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। এর আগে জোকার ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করা হয় রাজ্যের মন্ত্রীর।
পথে বিজেপি
বিজেপি নেতা তথা যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রণীল খাঁয়ের নেতৃত্বে পথে নামল গেরুয়া শিবিরের কর্মীরা।
'দিদির দলের বাটুল পার্থ'
পার্থ চট্টোপাধ্যায়কে ‘দিদির দলের বাটুল’ বলে কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী।
হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান : শুভেন্দু
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক ফেসবুক পোস্টে লিখেছেন, 'একটি প্রজন্মকে প্রতারিত হতে হয়েছে। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীরা ক্লাসরুমের জায়গায়, পথে বসে প্রতিবাদ আন্দোলন করতে বাধ্য হয়েছে। তাদের চোখের জল বৃথা যাবে না। যোগ্য প্রার্থীদের আবেদন বিবেচনা করে মহামান্য কলকাতা হাইকোর্ট যে তদন্ত প্রক্রিয়ার নির্দেশ দেন, তার প্রভাব পড়তে শুরু হয়েছে। মহামান্য হাইকোর্টকে আমার কৃতজ্ঞতা জানাই। আইনি পদক্ষেপের ফল সবেমাত্র পাওয়া শুরু হয়েছে। হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে।'
সিজিও কমপ্লেক্সে জরুরি বৈঠক
সিজিও কমপ্লেক্সে জরুরি বৈঠকে বসেছেন ইডি কর্তারা। জানা গিয়েছে, পার্থর পাশাপাশি আরও অনেকের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে বলে দাবি করা হচ্ছে মিডিয়া রিপোর্টে।
হাসপাতাল থেকে বেরিয়ে এলেন পার্থ
জোকার ইএসআই হাসপাতাল থেকে মেডিক্যাল পরীক্ষার পর বেরিয়ে এলেন পার্থ চট্টোপাধ্যায়। এখন তাঁকে আদালতে পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে। সেই সময় ফের একবার তিনি সাংবাদিকদের বলেন, ‘নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, তাঁকে ফোনে পাইনি।’
মমতার সঙ্গে যোগাযোগ করতে পারেননি পার্থ
গতকাল সকাল থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে ফোন ব্যবহার করতে দেওয়া হয়নি। এদিকে প্রায় ২৭ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর ইডি আজ সকালে গ্রেফতার করে পার্থবাবুকে। তাঁকে যখন ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় পার্থবাবু জানান, তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
অর্পিতার সম্পত্তির পরিমাণ দেখে ঘুরবে মাথা
সরকারি খামে ভরতি টাকা উদ্ধার অর্পিতার বাড়ি থেকে। কলকাতা ও শহরতলিজুড়ে আটটি ফ্ল্যাটের দলিল, ৫৬ লাখ মূল্যের বিদেশ মুদ্রা, ২১ কোটি ২০ লাখ টাকা, ৭৯ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছে অর্পিতার বাড়ি থেকে।
প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির খবরে প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘পশ্চিমবঙ্গ শিক্ষাযর ভূমি। এখানে মা সরস্বতী স্বয়ং বিরাজ করেন। শিক্ষকরাই সমাজকে পথ দেখান। এখানে অনেক মেধাবীর জন্ম হয়। সমাজকে পথ দেখানোর জন্য সমাজের স্তম্ভ হচ্ছে শিক্ষা। আমি সংবাদ মাধ্যমে থেকে জানতে পারলাম প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির খবরটা।’
গ্রেফতার অর্পিতা
পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর এ বার গ্রেফতার করা হল অর্পিতা মুখোপাধ্যায়কেও। এর আগে অর্পিতাকে আটক করা হয়েছিল। তবে বেলা বাড়তেই সরকারি ভাবে গ্রেফতার করা হয় অর্পিতাকে। তাঁর বাড়ি থেকে বিপুল অর্থ ও গয়না বাজেয়াপ্ত হয়েছে। এদিকে অর্পিতার ফ্ল্যাটের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
‘মেয়ে আর কী করে, তা আমার জানা নেই’
আটক অর্পিতার মায়ের দাবি, ‘মডেলিং করত মেয়ে। ওড়িশার বেশ কিছু সিনেমা অভিনয় করেছে। প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিল। দু’দিন আগেও বাড়িতে এসেছিল অর্পিতা। তবে মেয়ে আর কী করে, তা আমার জানা নেই।’ আরও পড়ুন এখানে
ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়া হবে প্রথকে
মেডিক্যাল পরীক্ষার পর পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হতে পারে ব্যাঙ্কশাল কোর্টে। ইডি আদালতকে নাকি জানাবে, তদন্তে সহযোগিতা করছেন না পার্থবাবু। তিনি প্রশ্নের সঠিক জবাব দিচ্ছেন না বা প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন।
জোকার হাসপাতালে পার্থ
জোকার ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আদালতে পেশের আগে সেখানেই তাঁর মেডিক্যাল টেস্ট হবে বলে মনে করা হচ্ছে।
ডায়মন্ড হারবারের দিকে ইডি কনভয়
বেহালার সখের বাজার ছাড়িয়ে ডায়মন্ড হারবর রোড ধরে জোকার দিকে এগোতে শুরু করল ইডির কনভয়। পার্থ চট্টোপাধ্যায়কে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা নিয়ে ক্রমেই রহস্য আরও ঘনীভূত হয়েছে।
বেহালামুখী ED-র কনভয়
তারাতলা ব্রিজ হয়ে বেহালার দিকে এগিয়ে যাচ্ছে ইডির কনভয়। এখন সম্ভাবনা দেখা দিয়েছে, বেহালায় পার্থবাবুর অফিসে নিয়ে যাওয়া হতে পারে মন্ত্রীকে। আর কিছুক্ষণ পর স্পষ্ট হবে যে পার্থবাবুকে কোথায় নিয়ে যাওয়া হবে।
পার্থবাবুকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?
আদালতেও নিয়ে যাওয়া হল না পার্থবাবুকে। সম্ভবত মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে নিয়ে যাওয়া হতে পারে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।
এখনই ইডি দফতরে নিয়ে যাওয়া হচ্ছে না পার্থকে
সায়েন্স সিটির মোড় থেকে সোজা না গিয়ে বাঁদিকে ঘুরল পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি। সম্ভবত তাঁকে সরাসরি আদালতে নিয়ে যাওয়া হতে পারে মেডিক্যাল টেস্টের পর।
সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হবে পার্থকে
পার্থ চট্টোপাধ্যায়কে আজই আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে ইডি। তার আগে তাঁকে ইডি দফতরে নিয়ে যাওয়া হচ্ছে। আদালতে পেশের আগে সিজিও কমপ্লেক্সে আরও এক দফা জিজ্ঞাসাবাদ করা হবে পার্থকে।
আজকেই আদালতে তোলা হবে পার্থকে
পার্থ চট্টোপাধ্যায়কে আজই আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে ইডি। প্রায় ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পরে ইডি গ্রেফতার করে পার্থবাবুকে।
‘সহযোগিতা করছিলেন না পার্থবাবু’
ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছিলেন না পার্থবাবু। এমনকী গ্রেফতারির নথিতেও সই করতে অস্বীকার করছিলেন তিনি। শেষপর্যন্ত গোয়েন্দাদের চাপে সই করতে বাধ্য হন তিনি। বেলা ঠিক ১০টায় পার্থবাবুকে বাড়ি থেকে বার করে ৬টি গাড়ির কনভয় করে পার্থবাবুকে নিয়ে সিজিও কমপ্লেক্সের দিকে রওনা দেন গোয়েন্দারা।
আটক অর্পিতা
আটক করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি ২০ কোটি টাকারও বেশি বাজেয়াপ্ত করে গতকাল। ২০টি মোবাইলও পাওয়া গিয়েছে তাঁর বাড়ি থেকে। (পড়ুন - কে অর্পিতা মুখোপাধ্যায়?)
গ্রেফতার পার্থ
আজ সকাল ১০টা নাগাদ গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং তৃণমূলের রাজ্য মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সরকারি স্কুলে নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে প্রায় ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পরে ইডি গ্রেফতার করেছে।
পার্থর বাড়ি থেকে নথি উদ্ধার
গতকাল সকাল সাড়ে সাতটা নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হয় ইডি। এরপর থেকে টানা তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলে। এসএসসি দুর্নীতি মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি পার্থর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ইডি কর্তারা।
অসুস্থ বোধ করেন পার্থবাবু
জিজ্ঞাসাবাদ চলাকালীনই পার্থবাবু অসুস্থ বোধ করায় সকালে তাঁর বাড়িতে এক চিকিৎসককে ডেকে পাঠানো হয়। এর আগে শুক্রবার পার্থবাবুর আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত আসেন তাঁর বাড়িতে। তাছাড়া এসএসকেএম থেকে তিনজন চিকিৎসক গিয়েছিলেন গতকাল।