বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > চাকরি বিক্রির টাকা ঢুকেছে সরকারি আধিকারিকদের পকেটেও?

চাকরি বিক্রির টাকা ঢুকেছে সরকারি আধিকারিকদের পকেটেও?

মানিক ভট্টাচার্য। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

ইডি সূত্রে খবর, সুবীরেশ, মানিকের লেনদেন খতিয়ে দেখে গোয়েন্দারা জানতে পেরেছেন প্রাথমিক, মাধ্যমিক বোর্ড ও SSC-র একাধিক আধিকারিকের কাছে পৌঁছেছে নিয়োগ দুর্নীতির টাকা।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার তদন্তকারীদের নজর প্রাথমিক ও মাধ্যমিক বোর্ডের আধিকারিকরা। নজরে SSC-র কয়েকজন আধিকারিকও। তদন্তকারীদের দাবি, নিয়োগ দুর্নীতিতে সুবিধাভোগী এরাও। এদের অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা ঢুকেছে। এখনো পর্যন্ত এরকম ৮ জন আধিকারিককে চিহ্নিত করেছেন গোয়েন্দারা। চলছে তাদের জেরার প্রস্তুতি।

ইডি সূত্রে খবর, সুবীরেশ, মানিকের লেনদেন খতিয়ে দেখে গোয়েন্দারা জানতে পেরেছেন প্রাথমিক, মাধ্যমিক বোর্ড ও SSC-র একাধিক আধিকারিকের কাছে পৌঁছেছে নিয়োগ দুর্নীতির টাকা। চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য SSC-র তরফে একটি বিশেষ ইন্টারভিউর ব্যবস্থা হয়েছিল। সেই ইন্টারভিউর সঙ্গে যুক্ত ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রীর OSD ও শিক্ষাসচিব মণীশ জৈন। এছাড়াও বহু আধিকারিক যুক্ত ছিলেন সেই প্রক্রিয়ায়। তাদের অনেকের অ্যাকাউন্টেই ঢুকেছে মোটা টাকা। অনেকের ক্ষেত্রে আবার ঘনিষ্ঠ আত্মীয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে।

গত মাসেই মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ প্রাথমিক শিক্ষা সংসদের হিসাবরক্ষক অর্ণব বসুর বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। তার পর তাঁকে তলব করেছিলেন গোয়েন্দারা। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অর্ণব লাভবান হয়েছেন বলে গোয়েন্দা সূত্রের খবর। মানিক ভট্টাচার্যের নির্দেশে তিনিই সংস্থার পক্ষে চাকরিপ্রার্থীদের চিঠি চাপাটি পাঠাতেন বলে জানা গিয়েছে।

 

বাংলার মুখ খবর

Latest News

'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.