বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নিয়োগ দুর্নীতিতে সিবিআই-এর হাতে গ্রেফতার শাহিদ ইমামের ভাই শেখ আলি

নিয়োগ দুর্নীতিতে সিবিআই-এর হাতে গ্রেফতার শাহিদ ইমামের ভাই শেখ আলি

ধৃত শেখ আলি ইমাম।

সিবিআইয়ের দাবি, নবান্নে চাকরিতে যোগদানের পর পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠেন এই শেখ আলি। তবে নবান্নে চাকরিতে যোগদানের পর আরামবাগে পৈত্রিক বাড়িতে তিনি কম যেতেন।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে আরও গভীরে ঢুকল সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার চাকরির দালাল তথা আরামবাগের যুব তৃণমূল নেতা শাহিদ ইমামের দাদা শেখ আলি ইমামকে গ্রেফতার করল সিবিআই। তদন্তকারীদের দাবি, নবান্নে চাকরি করতেন এই শেখ আলি ইমাম। সেই সূত্রে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার। চাকরি বিক্রিতে তাঁর ভূমিকার কথা জানতে পেরেছেন গোয়েন্দারা। তাই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, আরামবাগের তৃণমূল নেতা হাসান আলির মেঝো ছেলে এই শেখ আলি ইমাম। সেনাবাহিনীর চাকরি থেকে অবসরের পর নবান্নে রাজ্য সরকারি চাকরিতে যোগদান করেন তিনি। তাঁর এই নিয়োগের পিছনেও দুর্নীতি থাকতে পারে বলে মনে করছেন অনেকে।

সিবিআইয়ের দাবি, নবান্নে চাকরিতে যোগদানের পর পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠেন এই শেখ আলি। তবে নবান্নে চাকরিতে যোগদানের পর আরামবাগে পৈত্রিক বাড়িতে তিনি কম যেতেন। থাকতেন হাওড়ার মন্দিরবাজারে। সেখানে বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে তার। সিবিআইয়ের দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে লেনদেনের ব্যাপারে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সেসব জানতে তাকে হেফাজতে নিয়ে লাগাতার জেরা করছেন গোয়েন্দারা।

ওদিকে শাহিদের পর শেখ ইমামের গ্রেফতারিতে আরামবাগ শহরের তালপুকুর এলাকার সম্প্রীতি পল্লি এখন নিঃস্তব্ধ। একই বাড়ির ২ ছেলের পর পর গ্রেফতারি এলাকায় রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, এই বাড়ির ছেলেরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন। ফলে সবাই তাদের স্নেহ – ভক্তি করে। কিন্তু তলায় তলায় যে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত তা জানা ছিল না কারও।

 

 

বন্ধ করুন