বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > শান্তনুর কথাতেই কুন্তলকে টাকা দিয়েছেন তাপস মণ্ডল, দাবি ইডির কর্তাদের

শান্তনুর কথাতেই কুন্তলকে টাকা দিয়েছেন তাপস মণ্ডল, দাবি ইডির কর্তাদের

শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি।

ইডি সূত্রে জানা গিয়েছে, শান্তনু, কুন্তল ও তাপসকে মুখোমুখি জেরায় জানা গিয়েছে তাপসের সঙ্গে শান্তনুর পরিচয় করিয়েছিলেন কুন্তল। এর পর হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসেই চাকরির জন্য কুন্তলকে টাকা দেন তাপসবাবু।

তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসেই চাকরির জন্য কুন্তলকে টাকা দিয়েছিলেন তাপস মণ্ডল। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ইডির আধিকারিকরা। এই তথ্য প্রকাশ্যে আসার পর হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনুর গ্রেফতারি সময়ের অপেক্ষা বলে মনে করছেন অনেকে। তবে শান্তনুর সঙ্গে তাঁর যোগ অস্বীকার করেছেন কুন্তল। এর মধ্যে শুক্রবার ফের শান্তনুকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি।

ইডি সূত্রে জানা গিয়েছে, শান্তনু, কুন্তল ও তাপসকে মুখোমুখি জেরায় জানা গিয়েছে তাপসের সঙ্গে শান্তনুর পরিচয় করিয়েছিলেন কুন্তল। এর পর হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসেই চাকরির জন্য কুন্তলকে টাকা দেন তাপসবাবু। কার্যত বেআইনি চাকরির গ্যারান্টার ছিলেন শান্তনুবাবু।

ইডি সূত্রে জানা গিয়েছে, শান্তনুবাবুর বাড়িতে তল্লাশিতে উদ্ধার হয়েছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি। তার মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার নিয়োগের সুপারিশের তালিকা। এর মধ্যে রয়েছে ২ মেদিনীপুর, হাওড়া, হুগলি, ২ বর্ধমান জেলায় প্রায় ৩০০ জনের তালিকা। উদ্ধার হয়েছে বহু চাকরিপ্রার্থীর অ্যাডমিট কার্ড। ইডির অনুমান, নিয়োগ দুর্নীতির ভাগ পেয়েছেন শান্তনুও। তাই তাঁর ও পরিবারের সদস্যদের সম্পত্তির পরিমান খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

ওদিকে শান্তনুর সঙ্গে টাকার লেনদেনর কথা অস্বীকার করেছেন কুন্তল। তিনি বলেন, এর মধ্যে শান্তনু কোথাও নেই। এমনকী শান্তনুর সঙ্গে তাপসের পরিচয় করিয়ে দেওয়ার কথাও অস্বীকার করেন তিনি। যদিও জেরায় শান্তনু জানিয়েছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতির মোটা টাকা গিয়েছিল কুন্তলের কাছে।

এরই মধ্যে শুক্রবার ফের শান্তনুকে তলব করেছে ইডি। তবে বেলা ১টা পর্যন্ত বিধাননগরের সিজিও কমপ্লেক্সে তাঁর দেখা পাওয়া যানি। বিশেষজ্ঞদের মতে, জেরায় সহযোগিতা না করলে যে কোনও মুহূর্তে শান্তনুকে গ্রেফতার করতে পারেন ইডির গোয়েন্দারা।

 

বাংলার মুখ খবর

Latest News

বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.