নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শান্তি প্রসাদ সিনহাকে হেফাজতে নিল সিবিআই। শনিবার শান্তি প্রসাদকে ফের হেফাজতে চাওয়ায় আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইকে। যদিও শেষ পর্যন্ত অভিযুক্তকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠান বিচারক। এর ফলে নিজাম প্যালেসে বাসিন্দা হলেন শিক্ষক নিয়োগ দুর্নীতির ৩ প্রধান অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহা।
এদিন শান্তিপ্রসাদকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে সিবিআইয়ের আইনজীবী বলেন, নবম দশম নিয়োগ দুর্নীতির অন্যতম কুশীলব শান্তিপ্রসাদ। অযোগ্য প্রার্থীদের নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। শান্তিপ্রসাদ তদন্তে সহযোগিতা করছেন না।
১৯৪৭ সালের রাতে ৩ চিতা শিকার! ভারতের ‘গর্ব’ লুপ্ত হয়েছিল মহারাজার ফূর্তিতে
সিবিআইয়ের আইনজীবীকে বিচারক প্রশ্ন করেন, গত ৭ সেপ্টেম্বর থেকে সিবিআই হেফাজতে রয়েছেন শান্তিপ্রসাদ। তাহলে তাঁকে দিয়ে কেন দোষ কবুল করাতে পারছে না সিবিআইয়ের মতো দক্ষ সংস্থা? অভিযুক্ত তো বলবেই সে নির্দোষ। আমি কতদি এভাবে সিবিআই হেফাজত দিয়ে যাব?
এর পর সিবিআইয়ের আবেদন মেনে ২২ সেপ্টেম্বর পর্যন্ত শান্তিপ্রসাদকে তাদের হেফাজতে দেন বিচারক।
বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েছে তারা। আর শনিবার তারা শান্তিপ্রসাদকে ফের হেফাজতে পেল। এর ফলে একসঙ্গে নিজাম প্যালেসের বাসিন্দা হলেন শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রধান ৩ কুশীলব।