SSC দুর্নীতিতে গ্রেফতারি চাকরির দালাল প্রদীপ সিংকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেলেন গোয়েন্দারা। সিবিআইয়ের দাবি, কাকে কাকে নিয়োগ দিতে হবে তা শান্তিপ্রসাদকে ই মেলে জানাতেন প্রদীপ সিং। শান্তিপ্রসাদের মোবাইল ফোনে প্রদীপ সিংয়ের ফোন নম্বর পাওয়া গিয়েছে। দুজনের মধ্যে বহুবার ফোনে কথা হয়েছে বলেও প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। তাদের মধ্যে টাকার কী লেনদেন হয়েছে তা জানতে এখন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে ওতপ্রত ভাবে জড়িয়ে ছিলেন প্রদীপ সিং। শান্তিপ্রসাদের ফোনে প্রদীপের ফোন নম্বর সেভ করা ছিল ‘ছোটু’ নামে। নিউ টাউনের বাসিন্দা প্রদীপের ডাক নাম ছোটু।
‘এবার হাকিমকে ভিতরে ঢোকাতে হবে’, সুকান্তের মন্তব্যে তীব্র বিতর্ক
গোয়েন্দারা জানাচ্ছেন, SSC পরীক্ষায় অনুত্তীর্ণদের নাম ও রোল নম্বর শান্তিপ্রসাদকে মেল করে পাঠাতেন প্রদীপ সিং। সেই নম্বর ধরে অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন প্রদীপ। এর পর তাঁদের কাছ থেকে মোটা টাকা নিয়ে শান্তিপ্রসাদকে নিয়োগের তালিকা পাঠাতেন তিনি। সেই তালিকা ধরে তৈরি হল সুপারিশপত্র। যার দায়িত্বে ছিলেন মানিক ভট্টাচার্য।
বুধবার প্রদীপ সিংকে গ্রেফতার করে সিবিআই। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করে হেফাজতে নিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর পর শান্তিপ্রসাদের সঙ্গে প্রদীপের লেনদেনের ইতিহাস খুঁজে বার করার চেষ্টা করছেন গোয়েন্দারা। কী ভাবে তাদের মধ্যে লক্ষ লক্ষ টাকা লেনদেন হত তা জানাতে প্রদীপ সিংকে লাগাতার জেরা করছে সিবিআই।
বৃহস্পতিবার প্রদীপ সিংয়ের বিধাননগরের দফতরে তল্লাশি চালান সিবিআইয়ের গোয়েন্দারা। তবে সেখান থেকে নতুন কোনও সূত্র তারা পেলেন কি না তা এখনও স্পষ্ট নয়।