SSC নিয়োগ দুর্নীতিতে সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা, অশোক সাহাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল সিবিআই। শুধু বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়াই নয়, দুর্নীতির দায় থেকে নিজেদের বাঁচাতে কমিশনের প্রাক্তন সভাপতি সৌমিত্র সরকারকে ফাঁসানোর পুরো বন্দোবস্ত করে রেখেছিলেন তাঁরা। যদিও সিবিআই তদন্তে ফাঁস হয়ে গিয়েছে সব জারিজুরি।
SSC দুর্নীতির অনুসন্ধানে আদালত গঠিত বাগ কমিটির রিপোর্টে উঠে আসে কমিশনের প্রাক্তন সভাপতি সৌমিত্র সরকারের নাম। রিপোর্টে জানানো হয়, অবৈধ নিয়োগ দিয়ে একাধিক বেআইনি পদক্ষেপ করেছেন সৌমিত্রবাবু। কিন্তু তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর উঠে আসে আসল তথ্য। তদন্তে নেমে সিবিআই জানতে পারে, দুর্নীতি হয়েছে ২০২০ সালের মার্চ থেকে জুনের মধ্যে।
চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে, তল্লাশিতে এমন প্রার্থীদের তালিকা উদ্ধার করা হয়েছে যেখানে ইন্টারভিউর নম্বর পেনসিলে লেখা হয়েছে বা কোথাও নম্বরই লেখা হয়নি। এই তালিকা নিয়ে জেরায় অভিযুক্তরা জানিয়েছে, সুবীরেশ ভট্টাচার্যের নির্দেশেই পেনসিলে লিখে বা খালি তালিকা SSC-কে পাঠিয়েছিলেন পার্সোনালিটি টেস্ট বোর্ডের সদস্য ও রিজিওনাল চেয়ারম্যানরা। তার পর SSC দফতরে ইচ্ছা মতো সেখানে বদলানো হয়েছে নম্বর।
শুধু তাই নয় ২০২০ সালের মার্চ মাসে যখন গোটা দেশে চলছে লকডাউন, তখন SSC-র দফতরে ভুয়ো সুপারিশপত্র তৈরির কাজ চলছিল। নম্বর কারচুপি করে সুবীরেশ প্রথমে অযোগ্যদের নাম তুলতেন তালিকায়। তার পর সেই অনুযায়ী সুপারিশপত্র তৈরির নির্দেশ দিতেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা SP সিনহা। সুপারিশপত্রে ব্যবহার করা হত সৌমিত্র সরকারের স্ক্যানড সই। আর তাতে তারিখ বসানো হয় ২০১৯ সালের ১৮ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১৪ জানুয়ারির মধ্যে।
যদিও তদন্তে নেমে এই দুর্নীতি সৌমিত্র সরকারের এখনো কোনও যোগ পায়নি সিবিআই। গোয়েন্দারা চার্জশিটে জানিয়েছেন, সৌমিত্রবাবুকে দুর্নীতির দায়ে জেলে ভরে নিজেরা পার পেতে চেয়েছিলেন সুবীরেশরা।