এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। সেই সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে এবার ভয়াবহ অভিযোগ। তাঁর কথাতেই চাকরিপ্রার্থীদের নম্বর বদল করা হয়েছে বলে দাবি সিবিআইয়ের। আর এবার ১৯ অক্টোবর পর্যন্ত সুবীরেশের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
এদিকে গ্রেফতার হওয়ার আগেই সুবীরেশ কার্যত দাবি করেছিলেন টেকনিকাল ত্রুটি থাকতে পারে। তবে সিবিআইয়ের আইনজীবীর দাবি, সুবীরেশের কথায় নম্বর বদল করা হয়েছে। তবে বিভিন্ন নথি পরীক্ষা করা যায়নি এখনও। সেক্ষেত্রে এখনই জামিন সম্ভব নয়। তাছাড়া সুবীরেশ বৃহত্তর ষড়যন্ত্রকারী। তিনি প্রভাবশালী। ফলে জামিন দিলে তদন্তে প্রভাব পড়তে পারে। দাবি সিবিআইয়ের।
তবে সুবীরেশের আইনজীবীর দাবি, তিনি অসুস্থ। তার ডায়াবেটিস ও ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে। তাছাড়়া জেলের খাবার ঠিক মতো খেতে পারছেন না তিনি। সেক্ষেত্রে তাঁর জামিনের জন্য আবেদন করা হয় সুবীরেশের আইনজীবীর তরফে। কিন্তু সিবিআইয়ের আইনজীবী এই জামিনের আবেদনে আপত্তি জানান। এরপরই ফের তাকে ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়।
এদিকে সিবিআইয়ের আইনজীবী সাফ দাবি করেছেন, এই এসএসসি কেলেঙ্কারির ব্যাপারে পুরোপুরি জানতেন সুবীরেশ ভট্টাচার্য। সেক্ষেত্রে এনবিইউর প্রাক্তন ভিসি এবার আরও কতটা বিপাকে পড়েন সেটাই দেখার।