বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নিয়োগ দুর্নীতিতে CBI-এর হাতে গ্রেফতার ‘আরামবাগের কুন্তল’ শাহিদ ইমাম

নিয়োগ দুর্নীতিতে CBI-এর হাতে গ্রেফতার ‘আরামবাগের কুন্তল’ শাহিদ ইমাম

রাখি সাওয়ান্তের সঙ্গে শাহিদ ইমাম।

স্থানীয়রা আরও জানাচ্ছেন, টলিউডে ৩টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন শাহিদ। নিজে সেকথা স্বীকারও করেছেন। এমনকী টলিউডের ছবিতে অভিনয়ও করেছেন তিনি। কলকাতা ছাড়িয়ে গ্ল্যামারের ছটা ছড়াতে তিনি পৌঁছে গিয়েছেন মুম্বই। বলিউডের একটি মিউজিক ভিডিয়োতেও অভিয়ন করেছেন তিনি।

একাধিক বিলাসবহুল ফ্ল্যাটে ছিল তাঁর বাস। চলতেন বিলাসবহুল গাড়িতে। পেশায় প্রাথমিক শিক্ষক হয়েও তাঁর এই হাঁকডাক দেখে অনেকের তাঁর নাম দিয়েছিলেন ‘মহারাজ’। শুক্রবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন আরামবাগের তৃণমূল নেতা তথা তথা যুব তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক শাহিদ ইমাম। সিবিআই জানিয়েছে, নিয়োগ দুর্নীতির অন্যতম দালাল তিনি

আরামবাগের বাসিন্দা শাহিদ। স্থানীয়রা জানাচ্ছেন, বাম জমানা থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত শাহিদের পরিবার। তৃণমূলের টিকিটে একাধিকবার ভোটে লড়েছিলেন তাঁর বাবা হাসান ইমাম। তখন একটি ওষুধের দোকান চালানের শাহিদ। তৃণমূল ক্ষমতায় আসার পরই উদয়নারায়ণপুরে প্রাথমিক শিক্ষকের চাকরি পান তিনি। তার পর তাঁর উত্থান ধূমকেতুর মতো।

এলাকাবাসীর কথায়, তৃণমূলের ১২ বছরে শাহিদের উত্থান স্বপ্নের মতো। আরামবাগে রয়েছে তাঁর বিলাসবহুল ফ্ল্যাট। বর্ধমান শহরে রয়েছে চোখ ধাঁধাঁনো পানশালা। এছাড়া কলকাতা, মুম্বই, বেঙ্গালুরুতে একাধিক ফ্ল্যাট রয়েছে তাঁর। রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি।

স্থানীয়রা আরও জানাচ্ছেন, টলিউডে ৩টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন শাহিদ। নিজে সেকথা স্বীকারও করেছেন। এমনকী টলিউডের ছবিতে অভিনয়ও করেছেন তিনি। কলকাতা ছাড়িয়ে গ্ল্যামারের ছটা ছড়াতে তিনি পৌঁছে গিয়েছেন মুম্বই। বলিউডের একটি মিউজিক ভিডিয়োতেও অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন রাখি সাওয়ান্তের সঙ্গেও।

শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই। জেরা শেষে তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দারা। তদন্তকারীরা জানাচ্ছেন, চন্দন মণ্ডলের সঙ্গে হাত মিলিয়ে চাকরিপ্রার্থীদের থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন এই তৃণমূল নেতা। তাদের কয়েকজনকে চাকরিও দিয়েছিলেন। সেই আস্থাকে পুঁজি করে বাকিদের থেকে টাকা তুলে প্রতারণা করেছেন তিনি।

 

বাংলার মুখ খবর

Latest News

চিন কি বিনিয়োগ করার অনুমতি পাবে ভারতে? অবস্থান খোলসা করলেন এস জয়শঙ্কর মইজ্জুর ভারত সফরের আগে মোদীকে অপমানসূচক মন্তব্য করা মলদ্বীপের ২ মন্ত্রীর ইস্তফা আত্মহত্যাই করেছেন অনিল, দাবি পুলিশের! মালাইকার মা বললেন 'ওর কোনও সমস্যা ছিল না…' ‘আমি পুজোয় আছি…’, বার্তা স্বস্তিকার! ট্রোলে জবাব,‘ইচ্ছে না হলে টেক্কা দেখবেন না’ মহিলা ডাক্তারকে হুমকির অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে! কোথায় ঘটল? Axis, HDFC ব্যাঙ্ককে আর্থিক জরিমানা করল RBI, কারণটা জেনে নিন 'ময়নাতদন্ত করতে দেব না'! চিকিৎসককে হুমকি রোগীর পরিবারের ‘পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন?’ নামানো হয়নি নির্দিষ্ট স্টেশনে, প্রৌঢ়ের মৃত্যুতে রেলের গাফিলতি, অভিযোগে বিক্ষোভ অটো-টোটোর দাপটে নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে বহু রুট, পদক্ষেপের আর্জি বাস মালিকদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.