বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SSC Recruitment: SSC নিয়োগ: প্রায় ১৫,০০০ নয়া পদ, আদালতের নির্দেশে চাকরি কাড়তেও রাজি: ব্রাত্য

SSC Recruitment: SSC নিয়োগ: প্রায় ১৫,০০০ নয়া পদ, আদালতের নির্দেশে চাকরি কাড়তেও রাজি: ব্রাত্য

চাকরির দাবিতে কলকাতায় বিক্ষোভ। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

SSC Recruitment: ‘ব্যতিক্রমীভাবে’ (পড়ুন বেআইনিভাবে) যাঁরা চাকরি পেয়েছেন, আদালতের নির্দেশ পেলে তাঁদের বরখাস্ত করতেও রাজি বলে আশ্বাস দিয়েছেন ব্রাত্য বসু। মোট ১৪,৯১৬ পদ তৈরি করা হবে (ইতিমধ্যে ৫,২০০ পদ তৈরি হয়েছে)।

আদালতের নির্দেশ মতো যাবতীয় কাজ করতে প্রস্তুত রাজ্য। স্কুল সার্ভিস কমিশন (এসসসি) নিয়োগের ক্ষেত্রে এমনই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, কারও চাকরি চলে যাক, সেটা চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নয়া শূন্যপদ তৈরি করতেও রাজি আছে রাজ্য। সেজন্য মোট ১৪,৯১৬ পদ তৈরি করা হবে (ইতিমধ্যে ৫,২০০ পদ তৈরি হয়েছে)। 

মঙ্গলবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে ব্রাত্য দাবি করেন, আদালতের নির্দেশ মতো যাবতীয় কাজ করতে প্রস্তুত আছে রাজ্য সরকার। আদালতের মতোই রাজ্য সরকারও চায় যে দ্রুত নিয়োগ সংক্রান্ত যাবতীয় জটিলতা কেটে যাক এবং যোগ্য প্রার্থীদের হাতে চাকরি তুলে নেওয়া হোক। শুধু তাই নয়, আদালত নির্দেশ দিলে ‘ব্যতিক্রমীভাবে’ (পড়ুন বেআইনিভাবে) যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের চাকরি কেড়ে নিতেও রাজি আছে রাজ্য সরকার। যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হবে। 

আরও পড়ুন: TET Recruitment Case in HC: শিক্ষক নিয়োগের আরও এক মামলায় CBI তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

ব্রাত্য জানান, বেআইনিভাবে যাঁরা চাকরি পেয়েছেন, আদালতের নির্দেশ পেলে তাঁদের বরখাস্ত করতে রাজ্য সরকার রাজি হলেও কারও চাকরি চলে যাক, সেটা চান না মুখ্যমন্ত্রী। যোগ্য প্রার্থীরাও বঞ্চনার শিকার হোক, সেটাও চান না। সেজন্য নয়া পদ তৈরি করে দ্রুত নিয়োগের চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য। 

আরও পড়ুন: Viral Story: করোনায় বেকার, ৬০০ ইমেল, ৮০ ফোন কল - বিশ্বব্যাঙ্ক ও IMF-তে চাকরি ভারতীয় যুবকের

কত নয়া পদ তৈরি করা হবে (SSC Recruitment)?

শিক্ষামন্ত্রী জানান, গ্রুপ 'সি'-তে ১,৯৫০ পদ, গ্রুপ 'ডি'-তে ৬,৩০০, নবম ও দশম শ্রেণিতে ১,০৭৭ পদ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ২,৩০০ অতিরিক্ত পদ তৈরি করতে হবে। ইতিমধ্যে ৫,২০০ পদ তৈরি করা হয়ে গিয়েছে (সেই তালিকায় আছে গ্রুপ 'ডি'-র প্রায় ২,০০০ পদ)। অর্থাৎ নতুন করে আরও ৯,৭১৬ পদ তৈরি করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: WB Primary TET 2022: ১১ ডিসেম্বর হবে প্রাথমিক টেট, বিজ্ঞপ্তি জারি হবে পুজোর আগেই

আন্দোলন প্রত্যাহারের আবেদন ব্রাত্যের 

চাকরিপ্রার্থীদের আন্দোলনের প্রত্যাহারের আর্জিও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘সরকারের উপর আস্থা রাখুন। আন্দোলন প্রত্যাহার করে নিন আপনার। পুজোর আগে বাড়ি ফিরে যান। সময় কাটান পরিবারের সঙ্গে।' তবে প্রাথমিকভাবে আন্দোলনকারী চাকরিপ্রার্থী দাবি করেছেন, এখনও বিক্ষোভ চলবে।

বন্ধ করুন