বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই অনুব্রতর, জানিয়ে দিল SSKM-এর মেডিক্যাল বোর্ড

হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই অনুব্রতর, জানিয়ে দিল SSKM-এর মেডিক্যাল বোর্ড

অনুব্রত মণ্ডল। ফাইল ছবি

সোমবার গরুপাচারকাণ্ডের তদন্তে নবম বার অনুব্রতকে তলব করেন সিবিআইয়ের গোয়েন্দারা। সিবিআইয়ের তলবের দিন বীরভূম থেকে কলকাতায় এলেও হাজিরা দিতে যাননি তিনি। বরং বেলা ১২টার কিছু পর SSKM হাসপাতালে পৌঁছন শারীরিক পরীক্ষা করতে।

সিবিআইয়ের হাজিরা এড়িয়ে SSKM-এ গেলেও অনুব্রতকে ভর্তি নিলেন না চিকিৎসকরা। সোমবার তাঁর স্বাস্থ্যপরীক্ষার পর মেডিক্যাল টিম জানিয়ে দিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার মতো গুরুতর অসুস্থতা নেই অনুব্রতর। এর ফলে সিবিআইয়ের হাজিরা এড়ানোর আর কোনও পথ অনুব্রতর সামনে খোলা রইল না বলে মনে করছে রাজনৈতিক মহল।

সোমবার গরুপাচারকাণ্ডের তদন্তে নবম বার অনুব্রতকে তলব করেন সিবিআইয়ের গোয়েন্দারা। সিবিআইয়ের তলবের দিন বীরভূম থেকে কলকাতায় এলেও হাজিরা দিতে যাননি তিনি। বরং বেলা ১২টার কিছু পর SSKM হাসপাতালে পৌঁছন শারীরিক পরীক্ষা করতে। সেখানে আগে থেকেই তাঁর জন্য বুক করা ছিল কেবিন। উডবার্ন ওয়ার্ডের সেই কেবিনেই হয় শারীরিক পরীক্ষা। এর পর মেডিক্যাল টিম জানিয়ে দেয়, অনুব্রত মণ্ডলের হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই। তাঁর যে সমস্যাগুলি রয়েছে, সেগুলি পুরনো। সেজন্য নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে তাঁকে।

সিবিআই সূত্রে খবর, তিনি যে সোমবার হাজিরা দেবেন না তা রবিবারই ইমেল করে জানিয়ে দিয়েছেন অনুব্রত। তার পরও অনুব্রতকে সোমবার হাজিরা দিতেই হবে বলে জানিয়েছে সিবিআই। এবার SSKM থেকে বেরিয়ে অনুব্রত নিজাম প্যালেসে ঢোকেন কি না সেদিকে নজর সবার। সোমবার অনুব্রত হাজিরা না দিলে সিবিআই কী পদক্ষেপ করে সেদিকেও নজর থাকবে। বলে রাখি, SSKM হাসপাতাল থেকে নিজাম প্যালেসের দূরত্ব কয়েকশ মিটার।

 

বন্ধ করুন