বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SSKM: শিল্পের ক্যানস্যার সারেনি, টাটার হাত ধরে মানব দেহের ক্যানস্যার সারাতে চায় রাজ্য

SSKM: শিল্পের ক্যানস্যার সারেনি, টাটার হাত ধরে মানব দেহের ক্যানস্যার সারাতে চায় রাজ্য

প্রতীকী ছবি

নবান্ন সূত্রে খবর, এসএসকেএম হাসপাতালকে ক্যানস্যার চিকিৎসার হাব হিসাবে গড়ে তুলতে টাটাদের সঙ্গে চুক্তি করছে রাজ্য সরকার। এই চুক্তির অধীনে টাটা ক্যানস্যার হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে SSKM.

রাজ্যে ক্যানস্যার চিকিৎসার অগ্রগতিতে টাকার হাত ধরতে চলেছে রাজ্য সরকার। এসএসকেএম হাসপাতালকে ক্যানস্যার চিকিৎসার হাব হিসাবে গড়ে তুলতে টাটার সঙ্গে চুক্তি করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই চুক্তির অধীনে এসএসকেএম হাসপাতালকে ক্যানস্যার চিকিৎসার হাব হিসাবে গড়ে তোলা হবে।

সিঙ্গুর আন্দোলন পরবর্তীকালে টাটার সঙ্গে তৃণমূল কংগ্রেস ও তাদের পরিচালিত রাজ্য সরকারের তিক্ততা সর্বজনবিদিত। টাটা বিদায়ের পর রাজ্যে বড় শিল্পে বিনিয়োগ করতে এগিয়ে আসেনি কোনও শিল্পগোষ্ঠী। নাম না বললেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠকারী আচরণেই যে তাঁরা সিঙ্গুর ছাড়তে বাধ্য হয়েছিলেন তা এক সাক্ষাৎকারে জানিয়েছেন টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। ক্ষমতায় আসার পর সেই ক্ষত মেরামতের চেষ্টা চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু ততদিনে রাজ্যের শিল্পক্ষেত্রে ‘ক্যানস্যার’ ছড়িয়ে পড়েছে। সেই ক্যানস্যার সারাতেই টাটাদের হাত ধরতে চলেছে রাজ্য সরকার।

নবান্ন সূত্রে খবর, এসএসকেএম হাসপাতালকে ক্যানস্যার চিকিৎসার হাব হিসাবে গড়ে তুলতে টাটাদের সঙ্গে চুক্তি করছে রাজ্য সরকার। এই চুক্তির অধীনে টাটা ক্যানস্যার হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে SSKM. যার ফলে বিভিন্ন ধরণের ক্যানস্যারের বিশেষজ্ঞদের একই জায়গায় পরামর্শ নিতে পারবেন রোগীরা। এই চুক্তি বাস্তবায়িত হলে ক্যানস্যারের চিকিৎসায় দক্ষিণ বা পশ্চিম ভারতে যাওয়ার প্রবণতা কমবে বলে মনে করা হচ্ছে।

 

বন্ধ করুন