আরজি কর হাসপাতালে ভেঙে পড়েছিল ফলস সিলিং। তার রেশ এখনও কাটেনি। এবার ফলস সিলিং ভেঙে পড়ল এসএসকেএম হাসপাতালে। এই দুটি ঘটনার মধ্যে ব্যবধান দু’সপ্তাহের। এই সরকারি হাসপাতালের ফলস সিলিং ভেঙে পড়ার ঘটনা নিয়ে আলোড়ন ছড়িয়ে পড়েছে। আজ, বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে এসএসকেএম হাসপাতালের সিটি স্ক্যান রুমে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কিছু ঘটেনি। তবে এই ফলস সিলিং ভেঙে পড়ার কয়েক মিনিট আগে সেখানে লোকজন ছিল বলেই খবর।
এই ফলস সিলিং ভেঙে পড়ার ঘটনা প্রকাশ্যে আসায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। রোগীদের মধ্যে নানারকম বার্তা ছড়িয়ে পড়েছে। যার অনেকংশেই গুজব। হাসপাতাল সূত্রে খবর, এই ফলস সিলিং ভেঙে পড়ার সময় সেখানে তখন কেউ ছিলেন না। যদি সেখানে লোকজন থাকত তাহলে বড় অঘটন ঘটে যেতে পারতো। কেমন করে ফলস সিলিং ভেঙে পড়ল সেটার এখন তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার জেরে আজ সিটিস্ক্যান বিভাগের পরিষেবা ব্যাহত হয়েছে। সেখানে চিকিৎসা করা যায়নি। তবে এই ঘটনা নিয়ে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন: বাদ পড়া মুখপাত্রদের ফোন করলেন ডেরেক ও’ব্রায়েন, অভিষেকের নির্দেশে পদক্ষেপ
এই ঘটনার পর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এসএসকেএম হাসপাতাল হচ্ছে সুপার স্পেশালিটি। সেখানে এমন ঘটনা ঘটলে নানা সমালোচনা হবেই। তবে এই বিষয়গুলি দেখার দায়িত্বে যিনি আছেন তাঁকে তলব করা হয়েছে। গোটা বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখছেন হাসপাতালের কর্তারা। কদিন আগে গত ১৪ নভেম্বর আরজি কর হাসপাতালের সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারের ফলস সিলিং ভেঙে পড়েছিল। এবার সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরে এল এসএসকেএম হাসপাতালে। এই ঘটনার জেরে রোগী, রোগীর পরিজন, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। আর ছুটতে থাকেন।
এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে আসেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখানে সবসময় সবকিছু ঠিকঠাক রাখার কথা। শহরের মানুষজনও এখানে চিকিৎসা করাতে আসেন। সেখানে আজ এই ঘটনার জন্য সরাসরি কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেছেন সকলে। গোটা ঘটনায় আবার হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। এসএসকেএম হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা বাইরে থেকে ঝাঁ চকচকে হলেও ভিতরে অব্যবস্থা রয়েছে। তাই ফলস সিলিং ভেঙে পড়েছে। এই ঘটনার তদন্ত হলে অনিয়মের ছবি সামনে আসবে বলে মনে করছেন রোগী ও তাঁদের পরিজনরা।