বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 'সরকারই বাধ্য করেছে', পর্যাপ্ত বেতনের দাবিতে বিক্ষোভ SSKM নার্সদের

'সরকারই বাধ্য করেছে', পর্যাপ্ত বেতনের দাবিতে বিক্ষোভ SSKM নার্সদের

সম বেতনের দাবিতে অনড় SSKM-‌এর নার্সদের ‘‌গণ-‌ছুটির’‌ হুঁশিয়ারি: ছবি (‌সৌজন্য ফেসবুক)‌

স্বাস্থ্য ভবনের তরফ থেকে আন্দোলনরত নার্সদের সংগঠনের প্রতিনিধিদের স্বাস্থ্যভবনের ডেকে পাঠানো হয়। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, এই বৈঠক ফলপ্রসূ হয়নি।

সমকাজ সম বেতনের দাবিতে উত্তাল এসএসকেএম হাসপাতাল। ন্যায্য পাওনা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে অনড় নার্সরা। এমনকী, দাবি-‌দাওয়া পূরণ না হলে, ‌‘‌গণ-‌ছুটির’‌ হুঁশিয়ারিও দিয়েছে হাসপাতালের নার্সেস ইউনিট নামের সংগঠন।

সাতদিন ধরে এই আন্দোলন চলায় রাজ্যের সবচেয়ে বড় সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। তার উপর করোনা বিধি উপেক্ষা করে যেভাবে আন্দোলনে নেমেছেন রাজ্যের প্রথমসারির এই হাসপাতালের চিকিৎসক ও নার্সরা, তা নিয়ে বিতর্কের দানা বেঁধেছে।

সোমবার করোনা বিধি উড়িয়ে কয়েকশো চিকিৎসকরা জমায়েত করে বিক্ষোভ দেখান হাসপাতাল চত্বরে। দীর্ঘদিন ধরেই বেতন পরিকাঠামো নিয়ে চূড়ান্ত অসন্তোষ সৃষ্টি হয়েছে নার্সদের মধ্যে। তাঁদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দু’‌বছর আগেও সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধান করা হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা। নার্সদের আরও দাবি, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে তাঁরা মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন, সেই তুলনায় উপযুক্ত বেতন পাচ্ছেন না তাঁরা। এসএসকেএম হাসপাতালে নার্সদের এই আন্দোলন ধীরে ধীরে বৃহত্তর আকার ধারণ করছে।

জানা গিয়েছে, স্বাস্থ্যভবনের তরফ থেকে আন্দোলনরত নার্সদের সংগঠনের প্রতিনিধিদের স্বাস্থ্যভবনের ডেকে পাঠানো হয়। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, এই বৈঠক ফলপ্রসূ হয়নি। একপ্রস্থ আলোচনার চললেও এই বৈঠকের মধ্যে দিয়ে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি।

নার্সেস ইউনিটের সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় জানান, 'আজকের এই বৈঠকের পর থেকে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন তাঁরা। তিনি আরও জানিয়েছেন, একপ্রকার সরকারই এই পদক্ষেপ নিতে বাধ্য করল, যেটা কাম্য ছিল না।' তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি-দাওয়া না মিটলে, নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়বেন না নার্সরা। উপরন্তু প্রয়োজন হলে, গণ ছুটির পথেও হাঁটতে পারেন বিক্ষোভরত নার্সরা। তবে প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেখানে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন, সেখানে এই ধরনের জমায়েত অনভিপ্রেত বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বাংলার মুখ খবর

Latest News

আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.