শীতলখুচি গুলিকাণ্ডে রাজ্য ও কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার ২টি জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ। তাতে রাজ্যের কাছে CID তদন্তের অগ্রগতির ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। কেন্দ্রের কাছে গুলিচালানোর কারণ জানতে চেয়েছে আদালত।
গত ১০ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণে শীতলখুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথে উন্মত্ত জনতাকে রুখতে গুলি চালায় সিআইএসএফ। তাতে প্রাণ যায় ৪ জনের। এর পরই রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল শুরু হয়। ক্ষমতায় ফিরে ওই ঘটনার CID তদন্তের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওদিকে শীতলখুচিতে গুলিচালনার দিন সকালে জীবনে প্রথমবার ভোট দিতে গিয়ে ওই বুথেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আনন্দ বর্মন নামে এক যুবকের। সেই ঘটনার তদন্ত করছে CBI. সিআইএসএফ-এর গুলিচালনার ঘটনায় দায়ের হয় ২টি জনস্বার্থ মামলা। বুধবার মামলাগুলির শুনানি ছিল।
এদিন আদালত জানিয়েছে, শীতলJখুচিতে সিআইডি তদন্ত কতদূর এগোল তা জানাতে হবে রাজ্য সরকারকে। ওদিকে কেন্দ্রকে জানাতে হবে CISF-এর গুলিচালনার কারণ।
ওদিকে আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার শীতলখুচিতে ৫ তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তবে এখনো কাউকে গ্রেফতার করেনি তারা।