বঙ্গ–বিজেপির পুরনো অফিস মুরলিধর সেন লেনে। এখান থেকেই ২০১৯ সালে এবং ২০২১ সালে যথাক্রমে লোকসভা ও বিধানসভা নির্বাচনে সাফল্য পেয়েছিল বঙ্গ– বিজেপি। কিন্তু তারপর দেখা যায় ২০২৩ সালের মার্চ মাস ওই মুরলীধর সেন লেনের পার্টি অফিস থেকে বিজেপির রাজ্য দফতর স্থানান্তরিত হয় সল্টলেকে। ধুমধাম করে গৃহপ্রবেশও সারেন রাজ্য বিজেপি নেতারা। কিন্তু ওখানে থাকলেও একটি নির্বাচনেও সাফল্য আসেনি বঙ্গ–বিজেপির। পঞ্চায়েত, পুরসভা, লোকসভা, উপনির্বাচন এমনকী সমবায় নির্বাচনও হারে বিজেপি। তাই ওখান থেকে এখন আবার মুরলিধর সেন লেনে ফিরে আসতে চায় তাঁরা বলে সূত্রের খবর।
এই যাওয়া আর আসার মধ্যে ফারাক শুধুমাত্র দু’বছরের। এখন আবার সেই মুরলীধর সেন লেনের পুরনো রাজ্য অফিসে ফেরার পালা শুরু করে দিয়েছেন বঙ্গের বিজেপি বহু নেতা। সল্টলেকের ভাড়া বাড়িতে নতুন রাজ্য দফতর খুলে কাজ করলেও কর্মীদের ভিড় সবসময়ই বেশি থাকত মুরলীধর সেন লেনে। এখানে দিলীপ ঘোষ, রাহুল সিনহার মতো বিজেপি নেতারা বেশি থাকতেন। সল্টলেকের অফিসে খুব প্রয়োজন ছাড়া এখনও যান না। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত একবছরে যত সাংবাদিক বৈঠক করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি মুরলিধর সেন লেনে। সল্টলেকে নয়।
আরও পড়ুন: প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা, বিয়ে করতে অস্বীকার করার শাস্তিতে চমকে মুজফফরনগর
আর সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতারাও সল্টলেক যাওয়ার চেয়ে শহরের বুকে মুরলীধর সেন লেনেই বৈঠক করতে বেশি পছন্দ করেন। সে কথা তাঁরা জানিয়েও দিয়েছেন বহুবার। এই আবহে মুরলিধর সেন লেনের পার্টি অফিসেই নতুন কনফারেন্স রুম গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গ–বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকগুলি এবার থেকে ওই কনফারেন্স রুমেই করবেন বলে সূত্রের খবর। দলের কর্মী এবং জেলার নেতারাও এখানে আসতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাছাড়া এখানে থাকাকালীনই সাফল্য এসেছে।
এই গোটা বিষয়টি নিয়ে বঙ্গ–বিজেপির এক আদি নেতার বলেছেন, ‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় আমরা ১৮টি আসনে জিতেছিলাম। তার আগে পঞ্চায়েত নির্বাচনেও ভালো ফল করেছিলাম। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আমাদের আসন তিন থেকে বেড়ে সাতাত্তর হয়েছিল। এই পর্বে আমাদের পার্টি অফিস মুরলীধর সেন লেনেই ছিল। সল্টলেকে যাওয়ার পর ফলাফল মোটেই ভাল হয়নি।’ তবে আগে সুকান্ত মজুমদার একাধিকবার সংবাদমাধ্যমে বলেছেন, সল্টলেকের পার্টি অফিস অস্থায়ী রাজ্য দফতর। মুরলীধর সেন লেনই খাতায়কলমে বিজেপির রাজ্য দফতর থাকছে।