বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Panchayat Election: পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করল কমিশন, কবে বেরোচ্ছে খসড়া ভোটার তালিকা?‌

Panchayat Election: পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করল কমিশন, কবে বেরোচ্ছে খসড়া ভোটার তালিকা?‌

পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের দফতর। 

বিজেপির নিচুতলায় সংগঠনের শোচনীয় অবস্থা। যে কমিটি তৈরি হয়েছে তা নিয়ে বিস্তর মতভেদ দেখা দিয়েছে রাজ্য নেতাদের মধ্যে। আগামী কয়েকদিনের মধ্যে হেস্টিংস অফিসে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠক রয়েছে। সেখানেই সিদ্ধান্ত তৈরি হবে। বামেরা ইতিমধ্যেই নীচুস্তর থেকে জনসংযোগ শুরু করেছে। এখনও সেই ঝাঁপিয়ে পড়া দেখা যায়নি।

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এটা মোটামুটি ধরেই নেওয়া হয়েছিল। আর এবার তার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০২৩ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আর কয়েকদিন পরই ২২ জেলায় ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে।

ঠিক কী জানা যাচ্ছে নির্বাচন কমিশন থেকে?‌ নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ১৯ অক্টোবর রাজ্যের ২২টি জেলার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। রাজ্য নির্বাচন কমিশন এই খসড়া ভোটার তালিকা নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে সেটা আগামী ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত লিখিতভাবে জানাতে পারবে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নভেম্বর মাসের শেষে। সেই ভোটার তালিকাতেই হবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন।

এখন ঠিক কী দেখা যাচ্ছে?‌ দুর্গাপুজো কেটে গিয়েছে। এই মাসেই সমস্তরকম উৎসব–পার্বণ মিটে যাচ্ছে। তার পরই রাজনৈতিক দলগুলি পঞ্চায়েত নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বে। ইতিমধ্যেই জেলায় জেলায় বিজয়া সম্মিলনী দিয়ে জনসংযোগ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপিও শুরু করেছে অল্প–বিস্তর। তবে কংগ্রেস এবং সিপিআইএম এখনও সেভাবে এখনও জেলায় জেলায় পৌঁছয়নি। তবে সিপিআইএম প্রস্তুতি শুরু করেছে বলে খবর।

আর কী জানা যাচ্ছে?‌ বিজেপির নিচুতলায় সংগঠনের শোচনীয় অবস্থা। যে কমিটি তৈরি হয়েছে তা নিয়ে বিস্তর মতভেদ দেখা দিয়েছে রাজ্য নেতাদের মধ্যে। আগামী কয়েকদিনের মধ্যে হেস্টিংস অফিসে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠক রয়েছে। সেখানেই সিদ্ধান্ত তৈরি হবে। বামেরা ইতিমধ্যেই নীচুস্তর থেকে জনসংযোগ শুরু করেছে। তবে এখনও সেই ঝাঁপিয়ে পড়া দেখা যায়নি। কংগ্রেসকে তো কিছুই করতে দেখা যায়নি। তবে সবদিক থেকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তবে কংগ্রেসের ‘সাগর থেকে পাহাড়’ যাত্রার সূচনা হতে চলেছে।

বন্ধ করুন