বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > State Election Commission: রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ, ফাইল রাজ্যপালের কাছে, পঞ্চায়েত ভোট কবে?

State Election Commission: রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ, ফাইল রাজ্যপালের কাছে, পঞ্চায়েত ভোট কবে?

রাজ্যপাল সিভি আনন্দ বোস (ANI Photo) (Utpal Sarkar)

বর্তমানে নির্বাচন কমিশনারের পদে আর কেউ নেই। তবে প্রাথমিকভাবে রাজ্যের তরফে মনে করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাকে ওই পদে বসানো হবে। কিন্তু ওই নামে মন্ত্রিসভার অনুমোদন রয়েছে কি না সেই প্রশ্ন ওঠে।

উত্তরবঙ্গ, জঙ্গলমহল পার করে ক্রমেই এগোচ্ছে নবজোয়ার যাত্রা। কিন্তু বঙ্গবাসীর একটাই প্রশ্ন কবে হবে পঞ্চায়েত ভোট? সেই প্রশ্নের উত্তর মিলছে না কিছুতেই। তবে এসবের মধ্যে সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। রবিবারই রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। কিন্তু ওই চেয়ারে নতুন কে বসবেন তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নতুন নাম ঠিক হয়নি বলেই খবর। কিন্তু সমস্যাটা ঠিক কোন জায়গায়? 

তবে বর্তমানে নির্বাচন কমিশনারের পদে আর কেউ নেই। তবে প্রাথমিকভাবে রাজ্যের তরফে মনে করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাকে ওই পদে বসানো হবে।ফাইল যায় রাজ্যপালের কাছে। কিন্তু ওই নামে মন্ত্রিসভার অনুমোদন রয়েছে কি না সেই প্রশ্ন ওঠে। সেই সঙ্গে রাজ্যপালের তরফ থেকে প্রশ্ন তোলা হয়, বিকল্প নাম নেই কেন? 

এরপরই নড়েচড়ে বসে রাজ্য সরকার। দ্রুত মন্ত্রিসভার অনুমোদন দিয়ে নাম পাঠানো হয় রাজ্যপালের কাছে। এমনকী বিকল্প নাম হিসাবে অজিতরঞ্জন বর্ধনের নাম প্রস্তাব করা হয়। তিনি আবার বিগত দিনে পঞ্চায়েত দফতর সামলেছিলেন বলে খবর। তবে পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার কে হবেন তা এখনও নিশ্চিত নয়।

এদিকে রাজ্যপাল দিল্লি গিয়েছিলেন বলে খবর। সেখান থেকে তিনি ফেরার পরে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। 

তবে শেষ পর্যন্ত এই রাজ্য নির্বাচন কমিশনারের পদ নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে কোনও সংঘাত দেখা দেয় কি না সেটাই এখন দেখার।

সেই সঙ্গেই বড় প্রশ্ন রাজ্যে পঞ্চায়েত ভোট কবে হবে? মে মাস প্রায় শেষের দিকে। নবজোয়ারও প্রায় শেষের পথে। সেক্ষেত্রে এবার ভোট কতটা দূরে? এদিকে বাংলার রাজনৈতিক দলগুলি তাদের মতো করে ঘর গোছাতে শুরু করেছে। ইতিমধ্য়েই জেলায় জেলায় একেবারে ছক্কা হাঁকাচ্ছে শাসকদল। বাইরন বিশ্বাসকে দলে নিয়ে বাম কংগ্রেসকে একেবারে জোর ধাক্কা দিয়েছে তৃণমূল। বিরোধীরা দাবি করছেন বাইরন বিশ্বাস আসলে বিশ্বাসঘাতক। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাগরদিঘি মডেলকে তছনছ করে দিয়ে শাসকদল দেখিয়ে দিল আসলে বাংলায় যে দল শেষ হাসি হাসবে তার নাম তৃণমূলই। ভোটে জিতেই হোক বা দল ভাঙিয়েই হোক ।

বন্ধ করুন