‘দুয়ারে সরকার’ পরিষেবার মেয়াদ বাড়াল রাজ্য সরকার। আগে একদফা বাড়িয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। এবার সেই তারিখকেও ছাপিয়ে গেল নয়া বিজ্ঞপ্তি। দু’দিন আগেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার পরিবেষার মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছিলেন। আর আজ, শুক্রবার নবান্নের পক্ষ থেকে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, গোটা ডিসেম্বর মাসেই এই পরিষেবা পাবে রাজ্যবাসী।
ঠিক কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে? আজ, শুক্রবার নয়া বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে চলবে এই পরিষেবা। সুতরাং ৫ ডিসেম্বর পর্যন্ত আর সময়সীমা বাঁধা থাকল না। ফর্ম ফিলাপ থেকে পরিষেবা গ্রহণ সবই করা যাবে গোটা ডিসেম্বর মাস জুড়ে। এটা অনেকে মুখ্যমন্ত্রীর ’বড় দিনের’ উপহার বলে ব্যাখ্যা করছেন। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
আর কী জানা যাচ্ছে? এই দুয়ারে সরকার শিবির ৩০ নভেম্বর শেষ হয়ে যাওয়ার কথা ছিল। যা বাড়িয়ে ৫ ডিসেম্বর করা হয়েছিল। এবার সেটা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল। এবার এই দুয়ারে সরকার শিবিরে আরও কয়েকটি পরিষেবা যুক্ত করা হয়েছে। জমির পাট্টার জন্য আবেদন করা, বিদ্যুৎ বিল মেটানোর ব্যবস্থা এবং ডেঙ্গি নিয়ে সচেতনতার বার্তাও দেওয়া হবে।
উল্লেখ্য, ইতিমধ্যেই কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প আন্তর্জাতিক স্তরে প্রশংসা পেয়েছে। রাজ্যের দুয়ারে সরকার প্রকল্পও নজর কেড়েছে ইউনিসেফের। সম্প্রতি বারাসত দু’নম্বর ব্লকের শাসন গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার প্রকল্প পরিদর্শন করেছিলেন ইউনিসেফের মুখ্য আধিকারিক হু হে বান। তিনি এই কাজ দেখে মুগ্ধ হন। আর এবার রাজ্য সরকার পরিষেবার মেয়াদ বাড়িয়ে দেওয়ায় জোর চর্চা শুরু হয়েছে।