স্ট্যাম্প ডিউটি খাতে আয় বাড়ল রাজ্য সরকারের। শুধু গত সেপ্টেম্বর মাসেই এই খাতে রাজ্যের রায় হয়েছে ৯৭০ কোটি টাকারও বেশি, যা গতবছরের সেপ্টেম্বরের তুলনায় প্রায় ২০০ কোটি টাকা বেশি হয়েছে। স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় দেওয়ার কারণে রাজ্যের রাজস্ব আদায় বেড়েছে বলে অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে।
রাজ্য বাজেট ২০২১: জমি-বাড়ি বিক্রির ক্ষেত্রে ছাড়, আরও ৬ মাস মকুব রোড ট্যাক্স
অর্থ দফতর সূত্রের খবর, গত মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ৯৭০ কোটি ২৪ লক্ষ ২৩ হাজার ৪৫০ টাকা আয় হয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে রাজ্যের আয় হয়েছিল ৭৪২ কোটি টাকা। এবছরের সেপ্টেম্বরে রাজ্যে জমি, বাড়ি, ফ্ল্যাটের রেজিস্ট্রেশন বেশি হয়েছে। মোট ২ লক্ষ ১৯ হাজার ১৫১ টি দলিল হয়েছে বলে জানা গিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, স্ট্যাম্প ডিউটিতে ছাড় থাকার কারণে অনেক মানুষ জমি, জায়গা, ফ্ল্যাট রেজিস্ট্রেশনে আগ্রহী হয়েছেন। যার ফলে রাজ্যের রাজস্ব আদাই বেড়েছে।।
২০২০-২১ অর্থবর্ষে স্ট্যাম্প ডিউটি খাতে রাজ্যের আয় হয়েছিল ৫ হাজার ২৮০ কোটি টাকা। এরপর গত বছরের ৯ জুলাই মুখ্যমন্ত্রী স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের কথা ঘোষণা করতেই ২০২১-২২ অর্থবর্ষে স্ট্যাম্প ডিউটি খাতে আয় আরও ২ হাজার কোটি টাকা বেড়েছে। ২০২১-২২ অর্থবর্ষে স্ট্যাম্প ডিউটি খাতে মোট আয় হয়েছে ৭১০০ কোটি টাকা। যা রেকর্ড বলেই মনে করছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে গত ২৮ সেপ্টেম্বর স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে আয় আরও বাড়বে বলে মনে করছে অর্থ দফতর।