বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > National green tribunal: ভূগর্ভস্থ জল নেমে যাওয়া নিয়ে নতুন করে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ পরিবেশ আদালতের

National green tribunal: ভূগর্ভস্থ জল নেমে যাওয়া নিয়ে নতুন করে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ পরিবেশ আদালতের

জাতীয় পরিবেশ আদালত।

কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়া নিয়ে জাতীয় পরিবেশ আদালত স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল। সেই মামলায় যুক্ত করা হয়েছিল কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল পর্যবেক্ষণ পর্ষদ, রাজ্য জল তদন্ত অধিদফতর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং কলকাতা পুরসভাকে।

একটি মামলার পরিপ্রেক্ষিতে হলফনামা নিয়ে জাতীয় পরিবেশ আদালতের প্রশ্নের মুখে পড়ল রাজ্য। কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগণায় ভূগর্ভস্থ জল স্তর নেমে যাওয়া নিয়ে হলফনামা চেয়েছিল আদালত। তবে রাজ্যের তরফে হলফনামায় শুধু কলকাতার ভূগর্ভস্থ জল স্তর নেমে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। এই নিয়ে রাজ্যকে ভর্ৎসনা করল জাতীয় পরিবেশ আদালত। রাজ্য সরকার যে ফলকনামা জমা দিয়েছে সেটি দায়সারাভাবে দেওয়া হয়েছে বলে মনে করছে জাতীয় পরিবেশ আদালত। এর ভিত্তিতে আগামী ১০ দিনের মধ্যে নতুন করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত। এর পাশাপাশি পরিবেশ দফতরকেও হলফনামা নিয়ে পর্যালোচনা করতে বলা হয়েছে।

কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়া নিয়ে জাতীয় পরিবেশ আদালত স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল। সেই মামলায় যুক্ত করা হয়েছিল কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল পর্যবেক্ষণ পর্ষদ, রাজ্য জল তদন্ত অধিদফতর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং কলকাতা পুরসভাকে। মামলার পরিপ্রেক্ষিতে গত ২৪ মার্চ সব পক্ষকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলেছিল জাতীয় পরিবেশ আদালত। এরপরে রাজ্যের জল তদন্ত অধিদফতরের অনুমোদনপ্রাপ্ত পুর স্তরে ভূগর্ভস্থ জলসম্পদ উন্নয়ন কর্তৃপক্ষ হলফনামা দিয়ে শুধুমাত্র কলকাতায় ভূগর্ভস্থ জল নিয়ে বিষয়টি জানিয়েছিল।

কর্তৃপক্ষ জানায়, কলকাতায় ভূগর্ভস্থ জল উত্তোলনের ক্ষেত্রে সব ধরনের সর্তকতা অবলম্বন করা হয়ে থাকে। ফলে কলকাতায় ভূগর্ভস্থ জলের অপচয়ের কোনও প্রশ্ন নেই। জল উত্তোলনের জন্য কীভাবে অনুমতি দেওয়া হয় সে বিষয়টিও পরিবেশ দফতরের কাছে হলফনামা দিয়ে জানায় কর্তৃপক্ষ। তাতে জানানো হয়, এলাকার উপর ভিত্তি করে ভূগর্ভস্থ জল উত্তোলনের অনুমতি দেওয়া হয় বা আবেদন খারিজ করা হয়। এছাড়াও প্রতি বছর নির্দিষ্ট সময়ে ভূগর্ভস্থ জলে নমুনা পরীক্ষা করা হয়। সবকিছু ঠিকঠাক থাকলে তবেই ভূগর্ভস্থ জল উত্তোলনের অনুমতি দেওয়া হয়ে থাকে।

উল্লেখ্য, এই হলফনামায় কলকাতার বিষয়টি জানানো হয়েছে, কিন্তু দক্ষিণ ২৪ পরগনার বিষয়টি জানানো হয়নি। আর এই নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় পরিবেশ আদালত। তাদের প্রশ্ন দক্ষিণ ২৪ পরগনা কি রাজ্যের জল তদন্ত অধিদফতরের আওতায় পড়ছে না? তাহলে কেন দক্ষিণ ২৪ পরগনা নিয়ে একটাও কথা হলফনামায় বলা হয়নি? এই হলফনামাকে দায়সারা বলে মনে করছে জাতীয় পরিবেশ আদালত। তার ভিত্তিতে রাজ্যকে নতুন করে হলফনামা জমা দিতে বলা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে এই হলফনামা দিতে হবে বলে নির্দেশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক সিইও হয়েও করেন HR-এর কাজ! নিজে হাতেই নতুন কর্মীদের চাকরি দেন Zomato CEO কলকাতায় 'আকাশ তিমি' বেলুগা XL, বিমানটি কত লম্বা জানেন? ‘রেপ-টেপ’ বলে ট্রোল হওয়া ডোনার ষষ্ঠী লন্ডনে, সাজুগুজু জম্পেশ, সঙ্গে মেয়ে সানাও 'আরজি করে তাণ্ডব চালানোর ঘটনায় ধৃতদের মালা পরিয়ে বরণ মীনাক্ষী-সহ DYFI কর্মীদের' মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.