বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Transport project in Kolkata: কলকাতায় পরিবহণের উন্নতির জন্য টাকা চাই, বিশ্বব্যাঙ্কের দ্বারস্থ রাজ্য

Transport project in Kolkata: কলকাতায় পরিবহণের উন্নতির জন্য টাকা চাই, বিশ্বব্যাঙ্কের দ্বারস্থ রাজ্য

বিশ্বব্যাঙ্ক। 

কলকাতায় জল পরিবহণের ক্ষেত্রে ফেরি পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ। এই পরিষেবাকে আরও উন্নত করতে চাইছে রাজ্য। জানা গিয়েছে, নদীর তীরে প্রধান ঘাটগুলির উন্নতি করার পাশাপাশি প্রবেশ পথগুলিকে দখলমুক্ত করতে চাইছে সরকার। এছাড়া, জেটিগুলিতে স্বয়ংক্রিয় ভাড়া আদায় ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

কলকাতায় সড়ক ও জল পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য বিশ্ব ব্যাঙ্কের কাছে তহবিল বাড়ানোর অনুরোধ জানাল রাজ্য। এর জন্য সোমবার রাজ্যের প্রতিনিধিরা বিশ্ব ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছেন। পরিবহণ ক্ষেত্রে কলকাতায় একাধিক প্রকল্পের কাজ চলছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ইএম বাইপাস ও নিউ টাউনের সঙ্গে সংযুক্ত করার জন্য করিডর তৈরির কাজ। এই প্রকল্পের জন্য ৬০০ কোটি টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও নদীর পাড় উন্নয়ন এবং ঘাট উন্নয়নের জন্যও বিশ্ব ব্যাঙ্কের কাছে তহবিল বাড়ানোর অনুরোধ করেছে রাজ্য সরকার।

করোনা পর্ব কাটিয়ে পুজোয় এক লাফে বহু গুণ আয়বৃদ্ধি পরিবহণ দফতরের

কলকাতায় জল পরিবহণের ক্ষেত্রে ফেরি পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ। এই পরিষেবাকে আরও উন্নত করতে চাইছে রাজ্য৷ জানা গিয়েছে, নদীর তীরে প্রধান ঘাটগুলির উন্নতি করার পাশাপাশি প্রবেশ পথগুলিকে দখলমুক্ত করতে চাইছে সরকার। এছাড়া, জেটিগুলিতে স্বয়ংক্রিয় ভাড়া আদায় ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। এর জন্য আরও তহবিলের প্রয়োজন। ইতিমধ্যেই জলপথের উন্নয়নের জন্য ৮৫০ কোটি টাকা অনুমোদন করেছে বিশ্বব্যাঙ্ক।

অন্যদিকে, ইএম বাইপাসের মেট্রোপলিটন হাউজিং থেকে মহিষবাথান পর্যন্ত চার লেনের একটি ফ্লাইওভার তৈরির প্রস্তাব এসেছিল প্রায় পাঁচ বছর আগে। চিংড়িহাটাকে যানজট মুক্ত করার জন্য এই ফ্লাইওভার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। 

তবে পরিবেশপ্রেমীদের আপত্তির কারণে পরে এই ফ্লাইওভার অন্যদিকে দিয়ে করার পরিকল্পনা নেওয়া হয়। সোমবার কলকাতা পুরসভা, কেএমডিএ এবং পরিবহণ দফতরের আধিকারিকদের মধ্যে কলকাতার বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।

বন্ধ করুন