বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > এবার পার্শ্ব শিক্ষিকাদের বদলি করতে চলেছে রাজ্য, আওতায় নেই পার্শ্ব শিক্ষকরা

এবার পার্শ্ব শিক্ষিকাদের বদলি করতে চলেছে রাজ্য, আওতায় নেই পার্শ্ব শিক্ষকরা

এবার পার্শ্ব শিক্ষিকাদের বদলি করতে চলেছে রাজ্য, আওতায় নেই পার্শ্ব শিক্ষকরা। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

পার্শ্ব শিক্ষিকাদের বদলি নীতি বলবৎ করতে চাইছে রাজ্য সরকার।

এবার থেকে পার্শ্ব শিক্ষিকাদেরও বদলি করা হবে। সার্বিকভাবে পার্শ্ব শিক্ষিকাদের বদলি নীতি কার্যকর করতে চাইছে রাজ্য সরকার। এ নিয়ে গতকাল পার্শ্ব শিক্ষকদের সংগঠন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মাসখানেক আগেই বেআইনি বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন পাঁচজন পার্শ্ব শিক্ষিকা। তাঁদের অভিযোগ ছিল, পার্শ্ব শিক্ষকদের বদলির কোনও নিয়ম নেই।

অসংখ্য পার্শ্ব শিক্ষিকা বদলির দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরেই। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের নেতা মইদুল ইসলাম জানান, 'যে সমস্ত পার্শ্ব শিক্ষিকারা বিবাহসূত্রে অনেক দূরে চলে যান, তাঁদের পক্ষে স্কুলে যাওয়াটা অসম্ভব হয়ে পড়ে। সেই কারণে ওই সমস্ত পার্শ্ব শিক্ষিকারা বদলির দাবি জানিয়েছিলেন। যাঁরা বদলি হতে ইচ্ছুক শুধুমাত্র তাঁদেরকেই বদলি করার জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে।' সে বিষয়ে মন্ত্রী আশ্বস্ত করেছেন বলে তিনি জানিয়েছেন।

শিক্ষিকাদের এই সমস্ত দাবি ছাড়াও এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে এসএসকে, এমএসকে শিক্ষিকাদের শিক্ষা দফতরের আওতায় আনা, মাদ্রাসা পুরসভা এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদের তিন শতাংশ বকেয়া মেটানো এবং অবসরকালীন তিন লক্ষ টাকা চালু করার বিষয়েও আলোচনা হয়েছে বলে মইদুল ইসলাম জানিয়েছেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

উল্লেখ্য, বাম জমানায় চুক্তির ভিত্তিতে নিযুক্ত পার্শ্ব শিক্ষক-শিক্ষিকারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন। মাসখানেক আগেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত পাঁচজনকে বদলির নির্দেশ দিয়েছিল শিক্ষা দফতর । তারপর তাঁরা বিকাশ ভবনের সামনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও গড়িয়েছিল। তারইমধ্যে বৃহস্পতিবার ব্রাত্য বসু জানান, 'ঐ সমস্ত শিক্ষিকারা মামলা প্রত্যাহার করে নিলে সরকার তাদের কথা ভাববে।' পাশাপাশি, পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাদের বেতন বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর কথা বলবেন বলে মইদুল ইসলাম জানান।

বাংলার মুখ খবর

Latest News

শিলচর লোকসভা কেন্দ্র ২০২৪: লড়াইয়ে আছে TMC সুস্মিতা দেবের প্রাক্তন সিটে রাতে ঘুমোনোর আগে পা ধুয়ে নেন তো? এই অভ্যাসটি না থাকলে, লেখাটি অবশ্যই পড়ুন বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো চাকরির জন্য ভাইয়ের কাছে পাঠিয়েছিলেন অভিষেক, ৮ লক্ষ টাকা করে চেয়েছিলেন আকাশ শশী বনাম রাজীব, তিরুবনন্তপুরমের ওপর নজর সারা দেশের, একদা ছিল বাম দুর্গ! সাঁতার শিখছে ছোট্ট ইউভান, রাজ-শুভশ্রী পুত্রের শিক্ষিকা কে? তীব্র গরম থেকে রেহাই পেতে গঙ্গায় স্নান, তলিয়ে গেল ভিন রাজ্যের বাসিন্দা সহ ৩ জন ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ‘আমার শেষকৃত্যে অন্তত আসবেন’, ভোটারদের আবেগঘন আবেদন মল্লিকার্জুন খাড়গের আরও বিপাকে শাহজাহানরা, সন্দেশখালিকাণ্ডে প্রথম ধর্ষণের অভিযোগ দায়ের করল CBI

Latest IPL News

বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি? রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু দিনে ১ টাকারও কমে সব দেখা যাবে Jio Cinema-য়! নয়া ২ প্ল্যান আম্বানিদের, কী আছে? সব CSK ফ্যানের মধ্যে একা দাঁঁড়িয়ে LSG ফ্যান, জয়ের পর আনন্দে লাফ-ভাইরাল ভিডিয়ো বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.