পথকুকুরদের যেখানে সেখানে খাওয়ানো নিয়ে নানা সময় বিড়ম্বনার মধ্যে পড়তে হয় বিশেষত কুকুরপ্রেমীদের। এনিয়ে নানা সময় ঝামেলাও বেঁধেছে। তবে সমস্যা মেটাতে ইতিমধ্যেই রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে নির্দেশিকা জমা দিয়েছে। এদিকে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য সরকার যে নির্দেশিকা জমা দিয়েছে তা সমস্ত পুরসভায় পাঠিয়ে দিতে হবে।
কী আছে সেই নির্দেশিকায়?
সেই নির্দেশিকায় বলা হয়েছে পথকুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট জায়গা করতে হবে। সেখানেই খাওয়াতে হবে পথকুকুরদের। তবে এমন কোনও জায়গায় পথকুকুরদের খাওয়ানো যাবে না যেখানে সাধারণ মানুষ হাঁটাচলা করেন বা বাচ্চারা খেলাধূলা করে। কারণ তাদের পক্ষে বিপজ্জনক হয় এমন কিছু করা যাবে না। সেই সঙ্গেই দেখতে হবে পথকুকুরদের খাওয়াতে গিয়ে যেন রাস্তা বা ফুটপাতের অংশ ছোট না হয়ে যায়।
এই নির্দেশ সমস্ত পুরসভায় পাঠিয়ে দেওয়ার কথা বলেছে হাইকোর্ট। এই নির্দেশ মোতাবেকই কাজ করতে হবে। তবে কেবলমাত্র পথকুকুরদের জায়গা নির্দিষ্ট করে দেওয়াই নয়, যেখানে খাওয়ানো হবে সেই জায়গাটি কীভাবে রাখতে হবে সেটাও বলা হয়েছে এই নির্দেশিকায়।
নির্দিষ্ট সময়ে তাদের খাওয়াতে হবে। খাওয়ানোর পরে জায়গাটিকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে। চারদিকে নোংরা করে রাখা যাবে না। সেই সঙ্গেই পথকুকুরদের জন্য নির্দিষ্ট জায়গা বাদ দিয়ে যদি যেখানে সেখানে খাওয়ানো হয় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।
সেই সঙ্গেই পথকুকুরদের কী ধরনের খাবার খাওয়ানো যাবে তারও তালিকা দিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, রুটি, আলুসেদ্ধ দেওয়া যেতে পারে কুকুরদের। সেই সঙ্গে সামান্য তেল ঘিও চলতে পারে। কুকুরদের রান্নায় হালকা হলুদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গেই মাছ মাংসের দোকান থেকে অবশিষ্ট অংশ সংগ্রহ করে বিশেষ ভাবে রান্না করে তা দেওয়া যেতে পারে। প্রয়োজনে কুকুরের খাবার বলে যে সমস্ত খাবার বাজারে কিনতে পাওয়া যায় সেগুলিও দেওয়া যেতে পারে।
তবে কুকুরদের জন্য় উপযোগী নয় এমন খাবার দেওয়া যাবে না। মিষ্টি ফল. মিষ্টি, দুধের কোনও সামগ্রী, পেঁয়াজ রসুন, অ্যালকোহল জাতীয় পানীয় কুকুরদের দেওয়া যাবে না।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি উঠেছিল। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে। আসলে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা এক পশুপ্রেমী নানা হেনস্থার শিকার হয়ে এই মামলা করেছিলেন। তবে আদালত জানিয়েছে কেউ নিয়ম মেনে পথকুকুরদের খাওয়ালে তাঁকে হেনস্থা করা যাবে না।