বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রেশন ডিলারদের পণ্যবাহী গাড়ি কেনার জন্য মেমো জারি করল রাজ্য

রেশন ডিলারদের পণ্যবাহী গাড়ি কেনার জন্য মেমো জারি করল রাজ্য

রেশন ডিলারদের পণ্যবাহী গাড়ি কেনার জন্য মেমো জারি করল রাজ্য ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT Photo)

উপভোক্তাদের ঘর পর্যন্ত রেশনের খাদ্যদ্রব্য সরবরাহ করার জন্য পণ্যবাহী গাড়ির ব্যবস্থা করতে ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার ঘোষণাও করেছিল রাজ্য

এ রাজ্যের মানুষকে যাতে করোনার মধ্যে রেশন দোকানে ভিড় জমাতে না হয়, সে কারণে 'দুয়ারে রেশন' প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, উপভোক্তাদের ঘর পর্যন্ত রেশনের খাদ্যদ্রব্য সরবরাহ করার জন্য পণ্যবাহী গাড়ির ব্যবস্থা করতে ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার ঘোষণাও করেছিল রাজ্য। 

যাতে রেশন ডিলাররা তিন বা চার চাকার গাড়ি কিনে এই কাজ মসৃণভাবে করতে পারেন, সেজন্য মেমো জারি করল রাজ্যের খাদ্য দফতর।

গত ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্যের নানা প্রান্তে যেহেতু পরীক্ষামূলকভাবে এই কর্মসূচির আওতায় মানুষের ঘর পর্যন্ত রেশনের সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরুও করে দিয়েছেন রেশন ডিলাররা। সে কারণে এখনও পর্যন্ত রাজ্যের সমস্ত রেশন ডিলারদের নিজেদের উদ্যোগেই খাদ্যদ্রব্য উপভোক্তাদের ঘরের দোর পর্যন্ত পৌঁছে দিতে হচ্ছিল। 

যদিও ‘দুয়ারে রেশন’ কর্মসূচী পালনের জন্য রেশন সামগ্রী কীভাবে রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রেশন ডিলারদের একাংশ। অভিযোগ উঠেছে, রাজ্যের অনেক জায়গায় বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের প্ররোচনায় এই কর্মসূচি পালন করবেন না বলেও জানিয়ে দেন রেশন ডিলাররা। 

তখনই রাজ্য সরকার জানিয়ে দেয় যে, রেশনের সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রেশন ডিলাররা যদি তিন বা চার চাকার গাড়ি কেনেন তাহলে, তাঁর জন্য সর্বাধিক ১ লক্ষ টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার।

যদিও ‘দুয়ারে রেশন’ কর্মসূচী পালনের জন্য রেশন সামগ্রী কীভাবে রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রেশন ডিলারদের একাংশ। অভিযোগ উঠেছে, রাজ্যের অনেক জায়গায় বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের প্ররোচনায় এই কর্মসূচি পালন করবেন না বলেও জানিয়ে দেন রেশন ডিলাররা। 

তখনই রাজ্য সরকার জানিয়ে দেয় যে, রেশনের সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রেশন ডিলাররা যদি তিন বা চার চাকার গাড়ি কেনেন তাহলে, তাঁর জন্য সর্বাধিক ১ লক্ষ টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার।

রেশন ডিলাররা যাতে দ্রুত গাড়ির ব্যবস্থা করতে পারেন, সেজন্য সেই এক লক্ষ টাকা ভর্তুকি পাওয়ার মেমো জারি করেছে রাজ্যের খাদ্য দফতর। এতে রেশন ডিলাররা আশা করছেন, এরপর থেকে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে রেশনের খাদ্যসামগ্রী পৌঁছে দিতে অসুবিধা হবে না-তাঁদের।

 

বন্ধ করুন