বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নিভৃতবাস থেকে কোভিড পরীক্ষা, নয়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর

নিভৃতবাস থেকে কোভিড পরীক্ষা, নয়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর

করোনাভাইরাস পরীক্ষা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

এমনকী কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ অক্সিজেন মজুত রাখার পরামর্শ দিয়ে চিঠি দিয়েছেন।

কলকাতায় একটু করোনাভাইরাসের দাপট কমলেও গোটা রাজ্যে দাপট অব্যাহত। দেশজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে, এখনই দেশ জুড়ে লকডাউন নয়। এই পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। কখন পরীক্ষা করতে হবে, কাদের নিভৃতবাসে থাকতে হবে এবং কাদের হাসপাতালে পাঠানো প্রয়োজন তা নিয়ে বার্তা রয়েছে এই নির্দেশিকায়।

দু’‌দিন আগেই ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) পরামর্শে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোভিড পরীক্ষা নিয়ে একটি নির্দেশিকা জারি করেছিল। এমনকী কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ অক্সিজেন মজুত রাখার পরামর্শ দিয়ে চিঠি দিয়েছেন। এবার তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের স্বাস্থ্য দফতর এই নির্দেশিকা জারি করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাসের উপসর্গ রয়েছে এমন সকলেরই পরীক্ষা করানো জরুরি।

আর কী বলা হয়েছে নির্দেশিকায়?‌ এখানে আরও উল্লেখ করা হয়েছে, ৬০ বছরের বেশি বয়স এবং কঠিন রোগে আক্রান্তরা যদি কোভিড রোগীর সংস্পর্শে আসে তাহলে তাঁদের উপসর্গ না থাকলেও পরীক্ষা করানো দরকার। এখানে ডায়াবেটিস, ক্যানসার, হাইপারটেনশন, ফুসফুস–লিভার–কিডনির সমস্যা, স্থূলত্বজনিত সমস্যাকে ‘কঠিন’ রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিভৃতবাস নিয়ে নির্দেশিকা যা বলা হয়েছে তা মেনে যাঁরা বাইরে বেরোবেন তাঁদের আর পরীক্ষার প্রয়োজন নেই।

এই নির্দেশিকায় উপসর্গহীন এবং মৃদু উপসর্গ যাঁদের রয়েছে তাঁদের বাড়িতে নিভৃতবাসে থাকার কথা বলা হয়েছে। মৃদু উপসর্গ—শুকনো কাশি, নাক বন্ধ হওয়া, গলা ব্যথা, জ্বর, ডায়ারিয়া, দুর্বলতা, স্বাদ–গন্ধ হারানো। কোমর্বিডিটি থাকা ব্যক্তিদের নিভৃতবাস পর্বে সতর্ক থাকার কথাও বলা হয়েছে। আর বিপজ্জনক লক্ষণ কোনগুলি?‌ এক্ষেত্রে বলা হয়েছে, টানা ৭ দিনের বেশি জ্বর, শ্বাসকষ্ট, প্রচণ্ড কাশি, ঠোঁট নীল হয়ে যাওয়া, বুকে ব্যথা এবং অস্থিরতার মতো উপসর্গ। অক্সিজেনের মাত্রা ৯৪ শতাংশের কম থাকলে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে।

বাংলার মুখ খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.