বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Fake Passport: বাংলার পুলিশ নিঃশব্দে কাজ করছে, জাল পাসপোর্ট-জঙ্গিদমন নিয়ে মন্তব্য DG রাজীব কুমারের

Fake Passport: বাংলার পুলিশ নিঃশব্দে কাজ করছে, জাল পাসপোর্ট-জঙ্গিদমন নিয়ে মন্তব্য DG রাজীব কুমারের

মনোজ ভার্মা, রাজীব কুমার ও জাভেদ শামিম (বাঁদিক থেকে ক্রমান্বয়ে - ফাইল ছবি)

বর্ডারের কাছে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই যেতে পারে পুলিশ। ফলত, তাদের পক্ষে সরাসরি অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় সাধন করে চলার কথা বলছেন রাজ্যের এই পুলিশকর্তারা।

বাংলায় জাল পাসপোর্টের রমরমা কারবার রুখতে এবং সন্ত্রাস দমনে সর্বদা সজাগ ও তৎপর রয়েছে কলকাতা তথা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন। পুলিশ সর্বক্ষণ তাদের কাজ ঠিকমতো করছে বলেই জঙ্গিরা পুলিশ ও গোয়েন্দাদের জালে উঠছে। কিন্তু, বাংলার পুলিশ তাদের দায়িত্ব পালন করছে নিঃশব্দে। তাই, তাদের উপর ভরসা রাখা হোক!

রবিবার কার্যত এভাবেই বাংলার মানুষের কাছে আবেদন জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এদিন লালবাজারে একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম।

এই বৈঠকে রাজীব কুমার দৃঢ় স্বরে জানান, বাংলাদেশে যাই ঘটুক না কেন, সেই সুযোগে এপারে কোনও অপরাধ ঘটতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, কলকাতা তথা রাজ্য়ের পুলিশ সক্রিয় ও সচেতন রয়েছে বলেই ভিনরাজ্য থেকে আসা সন্ত্রাসবাদীকে পাকড়াও করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ক'দিন আগেই ক্যানিং থেকে এক কাশ্মীরি জঙ্গিকে গ্রেফতার করা হয়। যে তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য বলে দাবি করা হচ্ছে। এমকী, তার সঙ্গে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবারও যোগ রয়েছে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে এদিন রাজীব কুমার বলেন, 'কাশ্মীরের জঙ্গিকে দু'দিন ধরে ট্র্যাক করেছি আমরা। তার গতিবিধির উপর নজর রেখেছি। তারপর কাশ্মীরের পুলিশকে ডেকেছি। আমরা নিঃশব্দে আমাদের কাজ করছি। বিশেষত জঙ্গিদের বিষয়ে তদন্ত সম্পর্কে বাইরে বেশি কথা বলা যাবে না। কিন্তু তার মানে এই নয় যে, আমরা হাত গুটিয়ে বসে রয়েছি।'

এছাড়াও, রাজীব কুমার জানান, 'পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ-এর দেওয়া তথ্যের মাধ্যমেই কাশ্মীরের বাসিন্দা ওই জঙ্গির খোঁজ পাওয়া গিয়েছিল। তাকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। জঙ্গিদমনে আমাদের রেকর্ড অতীতেও ভালো ছিল। এখনও ভালো আছে। আগামী দিনেও আমরা সেই রেকর্ড ধরে রাখার চেষ্টা করব।'

রাজীব কুমার ছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন জাভেদ শামিম। টিভি নাইন বাংলা-এ তাঁর সেই মন্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, 'রবিবার দুপুরে আমরা সব সিনিয়র অফিসাররা আছি মানে বুঝতেই পারছেন, আমরা কতটা সিরিয়াস। কোনও উগ্রপন্থী যাতে ভারতীয় পাসপোর্ট না পায়, তার জন্য যা যা করণীয় সব করছে রাজ্য পুলিশ।'

কিন্তু, কেন এত সহজে পাসপোর্ট জালিয়াতি করা যাচ্ছে? সেই সম্পর্কে কিছু খামতি তুলে ধরেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তাঁকে উদ্ধৃত করে সংশ্লিষ্ট প্রতিবেদনে জানানো হয়েছে, 'পাসপোর্টের ঠিকানা ভেরিফাই করার ক্ষেত্রে কোনও ভূমিকা নেই পুলিশের। পাসপোর্ট অথরিটি সেই নির্দেশ দিয়ে রেখেছে। আমরা বলেছি, এটা পরিবর্তন করতে হবে।'

রাজীবের আরও বক্তব্য, এই প্রসঙ্গ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যে গাইড লাইন দেওয়া রয়েছে, তা বিভ্রান্তিকর বলেই সমস্য়া হচ্ছে। যেমন - বর্তমানে পাসপোর্ট ভেরিফাই করার জন্য পুলিশ কারও বাড়িতে যেতে পারে না, কাউকে থানায় ডাকতেও পারে না। আর সেই ফাঁক গলেই জালিয়াতির ঘটনা ঘটছে বলে মনে করছেন পুলিশ কর্তারা। তাঁরা এই নিয়ম পরিবর্তনের করার কথা বলছেন।

অন্যদিকে জাভেদ শামিম জানান, বর্ডারের কাছে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই যেতে পারে পুলিশ। ফলত, তাদের পক্ষে সরাসরি অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় সাধন করে চলার কথা বলছেন রাজ্যের এই পুলিশকর্তারা। তাঁরা জানিয়েছেন, আগামী দিনে বাংলায় পাসপোর্ট তৈরি করতে গেলে আরও কঠোর ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্য়ে দিয়ে যেতে হবে আবেদনকারীদের।

বাংলার মুখ খবর

Latest News

সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? ২৭ এপ্রিল ২০২৫ সালের রাশিফল রইল মেষ, বৃষ, মিথুন, কর্কটের আজ লাকি কারা? রইল ২৭ এপ্রিল ২০২৫ রাশিফলে পাকিস্তানের ওষুধ জুটবে তো? নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরে ছুটোছুটি শরিফদের ১৬ পয়েন্ট পাখির চোখ, PBKS ম্যাচ ভেস্তে যাওয়ায় বাকি IPL ডু-অর-ডাই হল KKR-এর? ম্যাচে ভেস্তে যাওয়ায় কপাল পুড়ল KKR, PBKS- এর, IPL Points Table-এ ধাক্কা নাইটদের জাতীয় মাল্টিপ্লেক্সে ৮৮ লাখ টাকার ব্যবসা কিলবিল সোসাইটির! কী হাল পুরাতনের? ঝড়ে ভেস্তে গেল IPL 2025-র ম্যাচ! ইডেনে KKR-PBKS পেল ১ পয়েন্ট, চাপ বাড়ল নাইটদের ভবিষ্যতের তারকা বলেছেন যুবি, পন্টিং বলছেন ‘রত্ন’, সেই PBKS তরুণই কাঁদালেন KKR-কে শেষ ৫ মিনিটে পালাবদল! পঞ্জাব FCকে হারিয়ে সুপার কাপের সেমিতে বাগানের সামনে গোয়া চলে গেছিলেন পরম-পিয়াকে ছেড়ে, অবশেষে ফিরলেন ঘরে! কে এই বাঘা?

Latest bengal News in Bangla

পুকুর পাড়ের গাছ থেকে উদ্ধার বাবার দেহ, বাড়িতে মিলল ছেলের দেহ, চাঞ্চল্য বেলুড়ে কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, বিস্ফোরণের পরেই ভয়ঙ্কর আগুন ধাপায়, তৎপর দমকল রাত পোহালেই রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, নির্বিঘ্নে সব ঘটাতে তৎপর প্রশাসন ‘‌মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন, সিপিএমের উকিলরা জট পাকাচ্ছেন’‌, তোপ কুণালের ৭০ বছরে সবথেকে বড় সংস্কারের কাজ দুর্গাপুর ব্যারেজে! ২ মাস বন্ধ ভারী যান চলাচল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঁড়িয়ে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ভুয়ো দাবাড়ু পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত বাংলার আইবি অফিসারের নামে হোক রাস্তা, দাবি পুরুলিয়ায় রাজ্য জয়েন্ট পরীক্ষার জন্য বাড়তি ট্রেন চলবে হাওড়া ও শিয়ালদায়, রইল পুরো তথ্য আদিবাসীদের বলপূর্বক সরানোর অভিযোগ, দেউচা পাঁচামি নিয়ে হলফনামা তলব হাইকোর্টের কিশোর প্রতীপের ঠিকানা এখন বেসরকারি হোম, ট্যাংরার দে পরিবারের ছেলের চোখে জল

IPL 2025 News in Bangla

১৬ পয়েন্ট পাখির চোখ, PBKS ম্যাচ ভেস্তে যাওয়ায় বাকি IPL ডু-অর-ডাই হল KKR-এর? ম্যাচে ভেস্তে যাওয়ায় কপাল পুড়ল KKR, PBKS- এর, IPL Points Table-এ ধাক্কা নাইটদের ঝড়ে ভেস্তে গেল IPL 2025-র ম্যাচ! ইডেনে KKR-PBKS পেল ১ পয়েন্ট, চাপ বাড়ল নাইটদের ভবিষ্যতের তারকা বলেছেন যুবি, পন্টিং বলছেন ‘রত্ন’, সেই PBKS তরুণই কাঁদালেন KKR-কে ৮ বার মাঠে নেমে ৫ বার আউট, বরুণের প্রিয় খাদ্য ম্যাক্সওয়েলের পরিসংখ্যান লজ্জাজনক PBKS-এর বিরুদ্ধে KKR-এর ম্যাচে ফাঁকা ইডেনের গ্যালারি,কেন IPL থেকে মুখ ফেরাল শহর? ইডেনে KKR-র টার্গেট ২০২! অধিনায়কত্বের জন্যই নাইটদের এই হাল, বিস্ফোরক প্রাক্তনী রানার ইয়র্কারে ছক্কা, নারিনকে স্টেপ-আউটে ৬,ইডেনে তাণ্ডব IPL-র আবিস্কার প্রিয়াংশর ‘কিসের প্রেম, কিসের বিয়ে! আমি ৩ বছর ধরে সিঙ্গল’! সম্পর্ক নিয়ে মুখ খুললেন শুভমন! আমায় নকল করতে পারবে না…LSG-তে খেলা জম্মু-কাশ্মীরের তরুণকে কী বলতে চেয়েছেন রোহিত?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.