সিভিক ভলান্টিয়ারদের উদ্দেশে এবার নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ। সম্প্রতি জেলায় সিভিক ভলান্টিয়ারদের দিয়ে স্কুলে পড়ানোর বিষয়টি সামনে আসতেই বিতর্ক তৈরি হয়। শিক্ষক হিসেবে সিভিক ভলান্টিয়ারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায়। আবার তাঁদের কাজ কী? এই প্রশ্নও উঠতে থাকে। এই প্রেক্ষাপটে রাজ্য পুলিশের পক্ষ থেকে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একটি সার্কুলার জারি করা হল। যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আইনশৃঙ্খলার সঙ্গে জড়িত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না।
কেন এমন নির্দেশিকা জারি হল? কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ২৯ মার্চের মধ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে গাইডলাইন তৈরি করতে বলা হয়েছিল। তাই আদালতের নির্দেশ মেনে নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ। আর সেই নির্দেশিকায় সিভিক ভলান্টিয়ারদের কাজের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কোন কাজে তাঁদের ব্যবহার করা হবে সেই সম্পর্কিত তথ্য স্পষ্ট নথিবদ্ধ করে দেওয়া হল।
সিভিক ভলান্টিয়ারদের কাজ কী? রাজ্য পুলিশের নির্দেশিকা অনুযায়ী, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলান্টিয়াররা। তাছাড়া বিভিন্ন উৎসবে ভিড় সামলানো, বেআইনি পার্কিং রোখা এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারীর ভূমিকায় থাকবেন এই সিভিক ভলান্টিয়াররা। আর আইনশৃঙ্খলার কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না বলেও স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে।
আর কী জানা যাচ্ছে? সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলান্টিয়ার পদোন্নতির প্রস্তাব দিয়েছিলেন। ভাল কাজ করলে কনস্টেবল পদে নিয়োগ করার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে তা নিয়ে এই নির্দেশিকায় কিছু বলা হয়নি। রাজ্য পুলিশে এখন ১ লক্ষ ৭ হাজার ১৫ জন সিভিক ভলান্টিয়ার রয়েছেন। কলকাতা পুলিশ এলাকায় রয়েছেন ৬ হাজার ৯৩২ জন। সিভিক ভলান্টিয়ারদের বেতন ৯ হাজার টাকা। আর কম্পিউটার সম্পর্কে জ্ঞান আছে এমন সিভিক ভলান্টিয়াররা থানায় ডেটা এন্ট্রির কাজ করেন। আবার রাস্তায় ভিড় নিয়ন্ত্রণ, লাইন সামলানো এবং যান নিয়ন্ত্রণের কাজ করেন সিভিক ভলান্টিয়ারা। থানাতেও মোতায়েন রাখা থাকে। তাঁরা পুলিশ অফিসারদের সহযোগিতা করেন। সিভিক ভলান্টিয়ারদের কাছে কোনও অস্ত্র থাকে না।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup