এক দিনে পাঁচ মামলায় ধাক্কায় খেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট। সর্বত্র চূড়ান্ত অস্বস্তিতে পড়তে হল রাজ্যকে।
মামলা এক
সবচেয়ে বড় ধাক্কা। শুক্রবার নজিরবিহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৬ সালে নিয়োগ হয় ওই ৩৬ হাজার শিক্ষককে। তিন মাসের মধ্যে সেই শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ হাজার নিয়োগে জন্য যে টাকা খরচ হবে তার সবটাই মানিক ভট্টাচার্যের কাছ থেকে নিয়ে পারবে রাজ্য সরকার। তবে এখনই তাদের চাকরি পুরোপুরি যাচ্ছে না। আপাতত আগামী চারমাস তারা স্কুলে যেতে পারবেন। কিন্তু তাঁরা পূর্ণ সময়ের শিক্ষক হিসাবে থাকতে পারবেন না। তাঁরা মূলত পার্শ্ব সময়ের শিক্ষকের মতো বেতন পাবেন। (বিস্তারিত পড়ুন। প্রশিক্ষণহীন ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করল আদালত, নতুন নিয়োগ শীঘ্রই)
মামলা দুই
সুপ্রিম কোর্টের নির্দেশে পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিচারপতির বদল হলেও বা পুরনো নির্দেশ বদল করেননি বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া সিবিআই নির্দেশই বহাল রাখেন তিনি। বিচারপতি সিনহা বলেন, সরকারের বিভিন্ন দফতর যাতে দুর্নীতি মুক্ত হয় সেজন্য সরকারের রাজ্যের উচিত সহযোগিতা করা।
মামলা তিন
তাঁকে জিজ্ঞাসাবাদ মামলায় অব্যাহতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই মামলা কোনও অন্তর্বতী নির্দেশ দেয়নি হাইকোর্ট। মামলা বিচারপতি অমৃতা সিনহা জানান, ‘৭ দিনে ২৪ ঘণ্টা আদালতের দরজা খোলা থাকবে। তিনি যখন খুশি আদালতে আসতে পারবেন। তবে কোনও রক্ষাকবচ দেওয়া যাবে না।’ (বিস্তারিত পড়ুন। কুন্তলের চিঠি মামলায় অস্বস্তিতে অভিষেক, রক্ষাকবচ দিল না হাইকোর্ট )
মামলা চার
বাঁকুড়ার সিমলাপাল ও পটাশপুরে শুভেন্দু অধিকারীর সভা ও মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। শুক্রবার সেই মিছিল ও সভার অনুমতি দিল হাইকোর্ট। (বিস্তারিত পডুন। শুভেন্দুকে সিমলিপালে সভা করার অনুমতি আদালতের, ফের আদালতে মুখ পোড়াল পুলিশ)
মামলা পাঁচ
'দ্য কেরল স্টোরি' নিষিদ্ধ করা নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য। প্রধান বিচারপতির প্রশ্ন, অন্য রাজ্যে শান্তিপূর্ণ ভাবে এই সিনেমা চললে, পশ্চিমবঙ্গে অশান্তি হবে কেন?
শুধু রাজ্য বা রাজ্যের দফতরের সঙ্গে সরাসরি জড়িত কোনও মামলা নয়, গরুপাচার মামলায় গ্রেফতার শাসকদলের নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাও ধাক্কা খেয়েছেন আদালতে। তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। (বিস্তারিত পড়ুন। গরুপাচার মামলায় সুকন্যাকে ২ মাসের জন্য জেলে পাঠাল আদালত)