বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রিষড়ার ঘটনার পরেই মুখ্যমন্ত্রীকে ফোন রাজ্যপালের, কড়া বিবৃতি আনন্দ বোসের

রিষড়ার ঘটনার পরেই মুখ্যমন্ত্রীকে ফোন রাজ্যপালের, কড়া বিবৃতি আনন্দ বোসের

রাজ্যপাল সিভি আনন্দ বোস  (HT_PRINT)

রিষড়ার ঘটনা নিয়ে রাজ্যপাল জানিয়েছেন, কড়া হাতে দমন করবে রাজ্য। আগুন নিয়ে খেলার পরিণতি কী হয় শীঘ্রই টের পাবেন আইনভঙ্গকারীরা। এমন শাস্তি দেওয়া হবে যে দুষ্কৃতীরা তাদের জন্মদিনকে অভিশাপ দেবে। কার্যত কঠোরতম বার্তা দিলেন রাজ্যপাল।

হাওড়ার হিংসার ঘটনা নিয়েও মুখ খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার হুগলির রিষড়ার ঘটনায় কড়া বার্তা দিলেন রাজ্যপাল। তিনি মুখ্যমন্ত্রীকে ফোন করে বিষয়টি জানতে চান। পরে তিনি এনিয়ে বিবৃতি দেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গুণ্ডা ও দুর্বৃত্তদের লৌহ কঠিন হাতে দমন করা হবে। গণতন্ত্রকে বিপথে চালিত করা যাবে না। তবে শিবপুরের কাজিপাড়ার হিংসাও কড়া হাতে দমন করার কথা জানিয়েছিলেন রাজ্যপাল। রিষড়ার হিংসা নিয়েও কড়া বার্তা রাজ্যপালের।

রিষড়ার ঘটনা নিয়ে রাজ্যপাল জানিয়েছেন, কড়া হাতে দমন করবে রাজ্য। আগুন নিয়ে খেলার পরিণতি কী হয় শীঘ্রই টের পাবেন আইনভঙ্গকারীরা। এমন শাস্তি দেওয়া হবে যে দুষ্কৃতীরা তাদের জন্মদিনকে অভিশাপ দেবে। কার্যত কঠোরতম বার্তা দিলেন রাজ্যপাল। হাওড়ার হিংসা নিয়ে রিপোর্ট চেয়েছিলেন তিনি। কড়া বার্তাও দিয়েছিলেন। কিন্তু অনেকের মতে তারপরেও রিষড়ায় হিংসার ঘটনা হয়েছে। এনিয়ে ক্রমেই উদ্বেগ ছড়াচ্ছে।

এদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মিছিল ছিল রিষড়া এলাকায়।রাম নবমী পরবর্তী সময়ে মিছিলকে কেন্দ্র করে এই হিংসা। আচমকাই সেখানে অশান্তি বাঁধে। তিনি বলেন, আমার গাড়ির সামনে বোমা ফাটানো হয়েছে। কারা করছে বুঝতে পারছি না। এদিকে সেই সংক্রান্ত একাধিক ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে আগুন জ্বলছে প্রকাশ্যে রাস্তায়। চারদিকে জনতার ছোটাছুটি। ইটবৃষ্টিও চলে। পুলিশও পালটা জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। খানাকুলের বিজেপি বিধায়ক বিমান ঘোষ জখম হয়েছেন। তাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনাকে ঘিরে ব্যপক উত্তেজনা ছড়ায়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। খবর, ১৪৪ ধারা জারি করা হয়েছে রিষড়ায়। 

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিলীপ ঘোষ আসার পরেই এই ঘটনা হল। 

দিলীপ ঘোষ বলেন, কষ্টকল্পনা না করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করুক পুলিশ।

একাধিক পুলিশ আধিকারিক জখম হয়েছেন। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এদিকে শিবপুরেও একই ভাবে হিংসা ছড়িয়েছিল। একের পর এক জায়গায় আগুন ধরানো হয়েছিল। এবার হিংসার ঘটনা রিষড়ায়। চূড়ান্ত উত্তেজনা ছড়়ায় এলাকায়। এদিকে হিংসা যাতে না ছড়ায় সেজন্য তৎপর হয় পুলিশ। তবে রিষড়ার ঘটনায় জেরে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাজ্যপাল।

 

বাংলার মুখ খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.