এখনও প্রকাশ করা যায়নি ২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফল। অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পরীক্ষা দেওয়ার পরে কারা পাশ করলেন আর কারা করতে পারলেন না সেটা এখনও জানা যাচ্ছে না। তবে সেই ২০২৩ এর ফলাফল নিয়ে কোনও আশার কথা শোনাতে পারলেন না পর্ষদ সভাপতি। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়ে দেন, ২০১৭ ও ২০২২ সালের টেটের আইনি জটিলতা না মেটা পর্যন্ত ২০২৩ সালের পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা নেই।
সেক্ষেত্রে যাঁরা অনেক আশা নিয়ে বসেছিলেন তাঁদের সেই আশাতেও এবার জল পড়ে গেল। কবে এই টেটের ফল প্রকাশ হবে তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। অর্থাৎ আগে ২০১৭ ও ২০২২ সালের টেটের আইনি জটিলতা কাটবে তারপর ২০২৩ সালের টেটের ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ এখনই এই ফলাফল প্রকাশ হচ্ছে না এটা মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গেল এবার।
পর্ষদ সভাপতি জানিয়েছেন, বেশ কিছু বিষয়ে আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিছু পরীক্ষার্থী আদালতে প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জও করেছিলেন। এগুলি বেশিরভাগই ২০১৭ ও ২০২২ সালের টেটের। পূর্বের ওই আইনি জটিলতা না মিটিয়ে ২০২৩ সালের টেটের ফলাফল প্রকাশ করা হবে।
তবে এই ২০২৩ সালের পরীক্ষা নিয়েও মামলা হয়েছে। তা নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে পর্ষদ। তারপর আবার ২০১৭ সাল ও ২০২২ সালের টেট নিয়ে আইনি জটিলতা। সেক্ষেত্রে কবে এই জটিলতা কাটিয়ে বাস্তবে ফলাফল প্রকাশিত হবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
এদিকে একাধিক টেটের প্রশ্নে ভুল রয়েছে বলে দাবি করা হয়েছিল। তা নিয়ে মামলাও হয়েছে। এদিকে আদালতের নির্দেশ মেনে সেই ভুল গুলি খতিয়ে দেখার জন্য কমিটিও তৈরি হয়েছে। সেই কমিটিতে একাধিক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ প্রতিনিধিরা রয়েছেন। এই কমিটি প্রশ্ন ভুল সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে নির্দিষ্ট রিপোর্ট প্রকাশ করবে।
এসবের মধ্য়েই ২০২৩ সালের টেটএর ফলাফল প্রকাশ নিয়ে বড় আপডেট সামনে এল। জানা গিয়েছে এখনই টেটের ফলাফল প্রকাশ হচ্ছে না।
২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষা
২০২৩ সালে ২৪ ডিসেম্বর হয়েছিল প্রাথমিক টেট পরীক্ষা। তারপর প্রায় ছ'মাস কেটে গেলেও টেটের রেজাল্ট প্রকাশ করা হয়নি। একটা সময় জল্পনা ছড়িয়েছিল যে লোকসভা নির্বাচনের আগেই প্রাথমিক টেটের ফলাফল প্রকাশ করে দেওয়া হবে। কিন্তু সেটা হয়নি। বরং নির্বাচন শেষ হওয়ার পরেও ফলপ্রকাশ করা যাচ্ছে না। এদিকে ২০২২ সালে প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশ করা হয়েছিল মাত্র ৬২ দিনেই।