কলকাতায় দীর্ঘ মিছিল জুনিয়র ডাক্তারদের। দীর্ঘ ৪২ কিমি পথ ধরে মিছিল কলকাতায়। সেই মিছিল শেষ হল সিজিও কমপ্লেক্সের সামনে। সেখান থেকেই ধর্না প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। আর সেই ডাক্তারদের আন্দোলনকে কুর্নিশ জানালেন সাধারণ মানুষ। হাজার হাজার সাধারণ মানুষ নামলেন রাস্তায়। এসবের মধ্যেই নতুন করে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কেউ কি আন্দোলনের নাম করে অবৈধভাবে টাকা তুলেছেন? এবার এনিয়ে ব্যাখা দিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সেউ বক্তব্যের কোথাও কোনও ধোঁয়াশা নেই।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে ফেসবুকের পাতায় জানানো হয়েছে, 'সম্প্রতি একটি সংবাদপত্রের ক্লিপিংস ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছিল অমিত মান্না জাস্টিস ফর আরজি করের নাম করে টাকা সংগ্রহ করছিলেন। আমরা CMSDH-এর ( কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল) রেসিডেন্ট ডাক্তারদের তরফ থেকে পরিস্কার করে জানাচ্ছি,ডাঃ অমিত মান্না CMSDH RDA-এর কোষাধ্যক্ষ। সাগর দত্ত হাসপাতালের ডিপার্টমেন্ট অফ রেসপিরেটরি মেডিসিনের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি তিনি।'
‘যেহেতু সিএমএসডিএইচের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনটা এখনও আইনগত প্রক্রিয়ার মধ্য়ে রয়েছে সেকারণে কোনও অফিসিয়াল অ্যাকাউন্ট খোলা যায়নি। সেকারণেই ডাঃ অমিত মান্নার ব্যক্তিগত কিউআর কোড আর অ্যাকাউ্ন্ট অন্তর্বর্তী পর্যায়ে ব্যবহার করা হচ্ছিল অ্যাকাউন্ট আর ফান্ড ম্যানেজমেন্টের জন্য আরডিএ সিএমএসডিএইচের জন্য।’
এরপরই জুনিয়র ডাক্তাররা লিখেছেন, ‘RDA CMSDH-এর ইমেজকে ও অমিত মান্নার ইমেজ ও ভালো উদ্দেশ্যকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। কিউআর কোড শেয়ার করা, ও মিথ্যে বার্তাকে ছড়ানোর পেছনে কারা রয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। RDA CMSDH এই ধরনের প্রকাশের জন্য দায়ী নয়।’
এদিকে শুক্রবার কলকাতায় জাস্টিস ফর আরজি করের দাবিকে সামনে রেখে ৪২ কিমি মিছিল হয়। এরপর সিজিও কমপ্লেক্সের সামনে তাঁরা জড়ো হয়েছিল। সেখান থেকেই ধর্না প্রত্যাহার করেন জুনিয়র ডাক্তাররা। এবার ধর্না প্রত্যাহার করলেও আন্দোলন যে একেবারে থেমে যাবে এমনটা নয়। তাঁরা কাজে ফিরলেও জাস্টিসের দাবি থেকে সরে যাচ্ছেন এমনটা নয়।
তবে আন্দোলনের নামে জুনিয়র ডাক্তার টাকা তুলছেন এমন একটা বদনাম ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল। এবার তার মোক্ষম জবাব দিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন এই ধরনের অভিযোগ একেবারে ভিত্তিহীন। কেন তাঁরা একথা বলছেন তারও ব্যাখা দিয়েছেন তাঁরা।