বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে তদন্তের জন্য রাজ্যের অনুমতির দরকার নেই CBI-র : কলকাতা হাইকোর্ট

কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে তদন্তের জন্য রাজ্যের অনুমতির দরকার নেই CBI-র : কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট। (ফাইল ছবি, সৌজন্য সমীর জানা/  হিন্দুস্তান টাইমস)

গরু ও কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র মামলায় এমনই পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট।

নিজেদের আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করা এবং মামলা করার ক্ষমতা আছে কেন্দ্র বা সিবিআইয়ের। তাতে রাজ্য সরকার বাধা দিতে পারে না বা হস্তক্ষেপ করতে পারে না। রমেশচন্দ্র সিং বনাম অপর একজন ব্যক্তি বনাম সিবিআই মামলার রায়ের রেশ ধরে গরু ও কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র মামলায় এমনই পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট।

প্রাক্তন তৃণমূল নেতা বিনয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং ১৯৮৮ সালের দুর্নীতি দমন আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। যে মামলার শুনানি আসানসোলে সিবিআইয়ের বিশেষ বিচারকের এজলাসে চলছে। তারইমধ্যে গরু ও কয়লা পাচারকাণ্ডে সিবিআই তদন্ত খারিজের আবেদন করেছিলেন বিনয়। সেই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, 'এই মামলায় যে ধরনের অভিযোগ করা হয়েছে, যে আধিকারিক বা অভিযুক্তরা জড়িত আছেন এবং যে ক্ষতি হয়েছে, তাতে সংবিধানে প্রদত্ত রাজ্যের ক্ষমতায় কোনওরকম হস্তক্ষেপের বিষয় নেই।'

গরু ও কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন বিনয়ের আইনজীবী। ২০১৮ সালের নভেম্বর রাজ্যে সিবিআই তদন্তের জন্য যে 'সাধারণ অনুমতি' প্রত্যাহার করে নিয়েছিল, তা হাতিয়ার করে বিনয়ের আইনজীবী দাবি করেন, নিয়ম মোতাবেক পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি ছাড়া সিবিআই তদন্ত কতে পারে না। যদিও সেই সওয়াল ধোপে টেকেনি। হাইকোর্টের তরফে জানানো হয়, ১৯৮৮ সালের দুর্নীতি দমন আইনে অভিযুক্ত যে কোনও সরকারি আধিকারিকের ক্ষেত্রে একইরকম ব্যবস্থা নিতে হবে। সে তাঁরা যেখানেই কর্মরত হোন না কেন।

প্রাক্তন তৃণমূল নেতা বিনয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং ১৯৮৮ সালের দুর্নীতি দমন আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। যে মামলার শুনানি আসানসোলে সিবিআইয়ের বিশেষ বিচারকের এজলাসে চলছে। তারইমধ্যে গরু ও কয়লা পাচারকাণ্ডে সিবিআই তদন্ত খারিজের আবেদন করেছিলেন বিনয়। সেই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, 'এই মামলায় যে ধরনের অভিযোগ করা হয়েছে, যে আধিকারিক বা অভিযুক্তরা জড়িত আছেন এবং যে ক্ষতি হয়েছে, তাতে সংবিধানে প্রদত্ত রাজ্যের ক্ষমতায় কোনওরকম হস্তক্ষেপের বিষয় নেই।'

গরু ও কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন বিনয়ের আইনজীবী। ২০১৮ সালের নভেম্বর রাজ্যে সিবিআই তদন্তের জন্য যে 'সাধারণ অনুমতি' প্রত্যাহার করে নিয়েছিল, তা হাতিয়ার করে বিনয়ের আইনজীবী দাবি করেন, নিয়ম মোতাবেক পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি ছাড়া সিবিআই তদন্ত কতে পারে না। যদিও সেই সওয়াল ধোপে টেকেনি। হাইকোর্টের তরফে জানানো হয়, ১৯৮৮ সালের দুর্নীতি দমন আইনে অভিযুক্ত যে কোনও সরকারি আধিকারিকের ক্ষেত্রে একইরকম ব্যবস্থা নিতে হবে। সে তাঁরা যেখানেই কর্মরত হোন না কেন। |#+|

সেইসঙ্গে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, ২০১৮ সালের ১৬ নভেম্বর পশ্চিমবঙ্গ সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তাতে কোনও কারণ নেই। সিবিআইকে তদন্তে বাধা দেওয়ায় দুর্নীতিগ্রস্ত কেন্দ্রীয় আধিকারিকদের সুরক্ষাকবচ দেওয়ার জায়গা আছে। যদিও হাইকোর্ট জানিয়েছে, কোনও কোনও মামলায় হয়তো রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন হতে পারে। যেখানে রাজ্য সরকারের কর্মীরা জড়িত আছেন।

বাংলার মুখ খবর

Latest News

‘খুনি ডাক্তারের শাস্তি চাই’, সন্ধের পরে স্লোগান তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওয়ার্নের জন্মবার্ষিকীতে কামিন্সের কবিতা পাঠ! ক্রিকেট অস্ট্রেলিয়ার শ্রদ্ধাঞ্জলি একের পর এক জামিনে ধাক্কা, রেশন দুর্নীতিতে ফের অ্যাকশন মোডে ED মোদী পুতিনকে বলতেই হল কাজ, আরও ৩৫ ভারতীয়কে মুক্ত করল রাশিয়ান সেনা, বাকি এখনও ৫০ ‘সরকারি জমিতে জবরদখল’, উচ্ছেদ অভিযানে রণক্ষেত্র অসম, গুলি চালাল পুলিশ, মৃত ২ স্কুল ছাত্রী অপহরণ করে বিচার চাইছে দেব, থামাতে মরিয়া রুক্মিণী, অস্থির স্বস্তিকা গণেশ পুজোর নিরঞ্জনকে ঘিরে সংঘর্ষ কর্ণাটকে, আজ বনধের ডাক VHP ও বজরং দলের ১৮ মাস পরে ভারতে টেস্ট খেলবেন বিরাট! ভোর ৪ টেয় নামলেন চেন্নাইয়ে, রেডি বাংলাদেশ? তুলা রাশিতে শুক্রর গমন, মা লক্ষ্মীর কৃপায় ৫ রাশির জন্য খুলবে আয়ের নতুন উৎস 'বকা' শুনল CBI, সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর কেজরির, তবে ঢুকতে পারবেন না CM অফিসে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.