বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Stress Relief Tips: স্ট্রেস কমাতে কী কী এক্সারসাইজ করা উচিত? রাতে এই কাজটাও করুন, টিপস মনোবিদের

Stress Relief Tips: স্ট্রেস কমাতে কী কী এক্সারসাইজ করা উচিত? রাতে এই কাজটাও করুন, টিপস মনোবিদের

অফিস রিপ্লেসমেন্ট পাবে, পরিবার পাবে না, স্ট্রেসের জন্য যাঁরা চরম সিদ্ধান্ত নেন, তাঁদের মানসিকভাবে চাঙ্গা করার টিপস দিলেন মনোবিদ। (ছবি সৌজন্যে Pixabay)

অফিস রিপ্লেসমেন্ট পাবে, পরিবার পাবে না, স্ট্রেসের জন্য যাঁরা চরম সিদ্ধান্ত নেন, তাঁদের মানসিকভাবে চাঙ্গা করার টিপস দিলেন মনোবিদ। অফিসের স্ট্রেস কমাতে কী কী করা উচিত? কী কী এক্সারসাইজ করা উচিত? সেইসব জানালেন।

অফিসে কাজের চাপ, স্ট্রেস- সেই বিষয়গুলো এখনকার দিনে যেন একেবারেই ‘কমন’ হয়ে উঠেছে। সেই মানসিক চাপের পরিণতি যে কতটা ভয়ংকর হতে পারে, সেটার প্রমাণ একাধিকবার মিলেছে। কিন্তু তারপরও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি বলে মাঝেমধ্যেই আক্ষেপ করেন মনোবিদরা। আর তারইমধ্যে দিনকয়েক আগে বিশ্বের প্রথমসারির একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কলকাতা শাখার উচ্চপদস্থ এক কর্তার মৃত্যুর ঘটনার পরে কর্মক্ষেত্রে প্রবল চাপ এবং স্ট্রেসের বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, অফিসের স্ট্রেস একটা ভয়ংকর স্তরে পৌঁছে গিয়েছে। কিন্তু কর্মক্ষেত্রের সেই স্ট্রেস কীভাবে কাটাবেন, কী করতে হবে, তা নিয়ে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় আলোচনা করলেন মনোবিদ অরুন্ধতী দাস। কীভাবে স্ট্রেস কাটিয়ে উঠতে পারবেন, কীভাবে জীবনটা রঙিন হয়ে উঠবে, তা নিয়ে একাধিক টিপসও দিলেন।

সেই রেশ ধরে যে কোনও ‘ট্রিটমেন্ট’ শুরুর আগে যেমনভাবে স্বীকার করে নিতে হয় যে কিছু একটা সমস্যা আছে, সেটার উপরেই জোর দিয়েছেন অরুন্ধতী। অর্থাৎ চাকরি করলে বা কাজ করলে যে চাপ থাকবেই, সেটা কোনওভাবে এড়িয়ে যাওয়ার বা লুকোছাপা করার কোনও ব্যাপার নেই। আর সেটা মাথায় রেখেই নিজেকে প্রস্তুত হতে হবে বলে স্পষ্টভাবে জানিয়েছেন মনোবিদ।

অফিসের জীবন সব নয়, জোর দিন পার্সোনাল লাইফেও

তাঁর কথায়, ‘কর্মক্ষেত্রের চাপটা অবশ্যম্ভাবী। সেটা আসবেই। কিন্তু অফিসের জীবনকেই যদি আমি সব ধরে নিই, যদি মনে করি যে আমার ব্যক্তিগত জীবনের কোনও মূল্য নেই, তাহলে আমাদের মাথায় স্ট্রেস চেপে বসতে বাধ্য। আমাদের ব্যালেন্সটা শিখতে হবে, যাতে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফের মধ্যে ভারসাম্য বজায় রাখা যায়। পেশাদার জীবনে যদি নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে ব্যক্তিগত জীবনে প্রভাব পড়বেই। সেটার জন্য আমাদের নিজেদের ছোট-ছোট উদ্যোগ নিতে হবে।’

তিনি জানিয়েছেন, এখন সব অফিসেই মনোবিদ থাকা উচিত। অফিসের বাইরেও অনেকের মনোবিদের সাহায্য নিতে পারেন। কিন্তু সারাজীবন মনোবিদের উপরে নির্ভর করে কাটিয়ে ফেলব, সেটাও ঠিক নয়। সেই পরিস্থিতিতে কিছুটা নিজেকেও উদ্যোগ নিতে হবে। কখনও হয়তো মারাত্মক স্ট্রেসের মধ্যে পড়ে গিয়েছেন, তাহলে কয়েকটা এক্সারসাইজ রয়েছে। সেগুলি করলে তাৎক্ষণিকভাবে স্ট্রেস কিছুটা কমে।

কোন কোন এক্সারসাইজের পরামর্শ দিয়েছেন?

১) কানের মধ্যে আঙুল রেখে ক্লক-ওয়াইজ ঘোরাতে পারেন। ৩০-৪০ সেকেন্ড করতে হয়। তাহলে স্নায়ুতন্ত্র সচল হয়। কমে উদ্বেগ।

২) চোখের সঞ্চালন বা আই মুভমেন্ট। একবার ডানদিকে করতে হয়। একবার বাঁ-দিকে করতে হয় চোখ।

৩) ডিপ ব্রিথিং টেকনিক আছে। অল্প শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রাখা। সাত-আট সেকেন্ড পরে নিশ্বাস ছাড়া। তাতেও উদ্বেগ বা দুশ্চিন্তা কিছুটা কমে যায়।

দিনে কিছুটা অত্যন্ত হাঁটাহাঁটি করতে হবে

তাছাড়াও হাঁটাহাঁটির উপরে জোর দিয়েছেন মনোবিদ। অরুন্ধতী জানিয়েছেন, অনেকেই সারাদিন বসে-বসে কাজ করেন। তাঁদের কিছুটা হলেও এক্সারসাইজ করতে হবে। আর সবথেকে ভালো এক্সারসাইজ হল হাঁটাচলা করা। সকালে অফিসে যাওয়ার আগে কমপক্ষে ১০-১৫ মিনিট হাঁটলে ভালো হয়। যেদিন যেদিন সুযোগ থাকছে না, সেদিন অফিসে পৌঁছে লিফটে না করে গিয়ে হেঁটে উঠতে পারেন। এবার ১৬ তলায় অফিস হলে পুরোটাই উঠতে হবে না। পাঁচতলা পর্যন্ত হেঁটে গিয়ে বাকিটা লিফটে করে যেতে পারেন।

'ব্রেক হলেই সিগারেট খেতে গেলাম, তাতে স্ট্রেস বাড়বে'

সর্বোপরি নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন অরুন্ধতী। তিনি জানিয়েছেন, ঠিকমতো খাওয়া-দাওয়া করতে হবে। লাঞ্চ টাইমে ঠিক করে খাবার খেতে হবে সকলকেই। যদি একান্ত সময় না থাকে, তাহলে নিদেনপক্ষে কিছুটা খেয়ে নিতে হবে। কোনও ব্রেক হলেই সিগারেট খেতে চলে গেলাম - সেটা করলেই স্ট্রেস বাড়বে। সেইসব স্বভাব ছেড়ে ঠিকমতো খাওয়া-দাওয়ার উপরে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: Women's Day 2025: পদে পদে স্ট্রেসের ফাঁদ, সুখ কাড়ছে হাজার রোগ, জীবন তবে কীভাবে যাপনীয়? হদিশ দিচ্ছেন চিকিৎসক

'বার্ন-আউট হয়ে গেলে নিজেরই কাজের ক্ষতি হবে'

সেইসঙ্গে যাঁরা প্রবল চাপে আছেন, তাঁদের মানসিকভাবেও চাঙ্গা হতে হবে। অরুন্ধতীর কথায়, ‘একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার মৃত্যু হলে অফিস একজন রিপ্লেসমেন্ট পেয়ে যাবে। কিন্তু আপনার পরিবার বা প্রিয়জনরা রিপ্লেসমেন্ট পাবে না। যা যাওয়ার, পরিবারেরই যাবে। তাই বার্ন-আউট যাতে না হন, সেই চেষ্টা করতে হবে। নিজের কথা ভাবতে হবে। পরিবারের কথা ভাবতে হবে। একটা জিনিস বুঝতে হবে, আমি যত বেশি স্ট্রেস মুক্ত থাকব, তত ভালো কাজ করতে পারব। যত স্ট্রেস বাড়বে, তত নিজের কাঙ্খিত ফলটা পাব না। ভালো হবে না কাজটা। এই জিনিসটা বুঝতে হবে।’

‘শরীরের হাত ভাঙলে তো ডাক্তারের কাছে যান….’

তাঁর মতে, 'কর্মক্ষেত্রে যদি স্ট্রেস হয়, তাহলে অবশ্যই অফিসে জানানো উচিত। তাছাড়াও নিজের মনের কথাগুলো নিজের বন্ধু, পরিবার বা স্বামী-স্ত্রী'র সঙ্গে শেয়ার করতে হবে। মনের মধ্যে একা গুমরে থাকবেন না। প্রয়োজনে মনোবিদের সঙ্গে যোগাযোগ করুন। শরীরের হাড় ভেঙে গেলে তো ডাক্তারের কাছে যান। মন ভেঙে গেলে তাহলে কেন মনোবিদের কাছে যাবেন না? এখনও সমাজে ট্যাবু আছে। কিন্তু সেই ট্যাবুর জন্য তো নিজেকে আটকে রাখবেন না।'

আরও পড়ুন: Health News: বিরল ক্যানসার চিকিৎসায় একধাপ স্বনির্ভর ভারত! সফল IIT-র তৈরি সাশ্রয়ী থেরাপি

আর সেইসঙ্গে প্রত্যেককে বুঝতে হবে, তিনি যে জীবনটা পেয়েছেন, সেটা অনেকেই পান না বলে জানিয়েছেন মনোবিদ। তাঁর মতে, জীবনটা যে কতটা দামি, সেটা নিজেকে বোঝাতে হবে। সেই কাজটা রোজ করতে হবে প্রত্যেককে। তাঁর কাছে যাঁরা পরামর্শের জন্য আসেন, তাঁদের সেই কাজটা আবশ্যিকভাবে করতে বলেন বলেও জানিয়েছেন অরুন্ধতী।

জীবনের প্রতি কেন কৃতজ্ঞ? রোজ ডায়েরি লেখার পরামর্শ

তিনি বলেছেন, ‘দিনের যে কোনও সময় বা রাতে ঘুমোতে যাওয়ার সময় নিজের জন্য ৫-১০ মিনিট বের করে লিখে রাখুন যে আজ সারাদিন কী কী পেলাম বা আমার পরিকল্পনা কী। আমার জীবনে কী কী আছে, সেটা লিখে রাখুন। জীবনে যে ইতিবাচক দিকগুলি আছে, সেগুলি রাখুন। নিজের জীবনের প্রতি কৃতজ্ঞতা জানানো।’

আরও পড়ুন: Nasa Astronaut Sunita Williams: পিৎজা, রোস্ট চিকেন,… ৯ মাস স্পেস স্টেশনে আর কী কী খেয়ে বেঁচেছিলেন সুনীতা, বুচ?

সেইসঙ্গে তিনি বলেন, ‘আমি সবাইকে বলি যে একটা ডায়েরি রাখুন। দিনের শেষে তাতে লিখে রাখুন যে কোন তিনটি জিনিসের জন্য আজ আপনি কৃতজ্ঞ। কেউ লিখতে পারেন যে আমার একটা চাকরি আছে। কেউ আবার লিখতে পারেন, আমার মাথার উপরে ছাদ আছে, আমার জল আছে, আমার খাবার আছে। এরকমভাবে লিখে রাখতে পারেন। সেটা সবার কাছে থাকে না কিন্তু।’

(পাঠকদের প্রতি: মনোবিদের সঙ্গে কথা বলে তাঁর মতামতের ভিত্তিতে লেখা হয়েছে। সাধারণ ধারণার উপরে আলোকপাত করে লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে প্রতিটি সমস্যার চিকিৎসা এবং নিরাময়ের পদ্ধতি পৃথক। তাই যে কোনও সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া কাম্য।)

বাংলার মুখ খবর

Latest News

‘অক্টোবরে বিয়ে করেছি ভারতে…এখন বলছেন,’ পহেলগাঁও নিয়ে মুখ খুললেন পাকিস্তানি বধূ GT-কে হারিয়ে IPL Points Table-এ MI-এর সুবিধে করে দিল RR, নিজেরাও দিল বড় লাফ 'অনুরাগের সেরা আবিষ্কার...', কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে কী বললেন মহেশ? বেলাইনের পর এবার সাইকোলজিক্যাল ড্রামা নিয়ে আসছেন শমীক! অভিনয়ে আছেন কারা? আগের ১০ ভাগের ১ ভাগ শো-ও পাচ্ছেন না! কারণ ব্যাখ্যা করে কী বললেন লগ্নজিতা? ‘ভারতে থাকতে দিন নাহলে…’ বিরাট চাপে প্রাক্তন কাশ্মিরী জঙ্গিদের পাকিস্তানি বউরা ‘বাচ্চা’ সূর্যবংশীর তেজে খাক রশিদরা, ৩৮ বলে ১০১ করে RR-র লজ্জা রুখল, হল ১১ নজির 'গল্প নয়, এখানে মুখ বিক্রি হয়…', বলিউড নিয়ে ক্ষোভ প্রকাশ সীমার 'পাকিস্তানে...', মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হতেই ফের নতুন পোস্ট বিজয়ের, কী লিখলেন? কেশরী চ্যাপ্টার ২ ভালো লেগেছে? তাহলে দেখতে পারেন এই কোর্টরুম ড্রামাগুলোও

Latest bengal News in Bangla

‘দিদি মন্দির বানিয়েছেন!’ হাজার হাজার পদ্ম নিয়ে দিঘা রওনা টিএমসি নেতার, 'সুমতি!' 'মোদীর নামে আপত্তিকর পোস্ট', বাংলায় যুবককে কান ধরিয়ে ‘ওঠবস করালেন’ বিজেপি নেতা ‘‌কোনও দেশের পতাকা পোড়ানো উচিত নয়’‌, নাম না করে শুভেন্দুকে বার্তা দিলীপের 'ঘিরে ফেলা হচ্ছে শিলিগুড়ি শহর' বিরাট উদ্বেগে বিজেপি বিধায়ক, কেমন আছে চিকেন নেক? জগন্নাথ মন্দির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী, ঘুরে দেখলেন তিন দীপস্তম্ভ চার দ্বারও অবশেষে যোগ্য শিক্ষকের তালিকায় চিন্ময় স্যার, HT বাংলাকে জানালেন নতুন জটের কথা ৯ দিন পরেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কবে ও কখন ঘোষণা করা হবে? মার্কশিট কবে মিলবে? গ্রামের পুকুরে ভেসে উঠল তিন শিশুর দেহ, বীরভূমে শোকের ছায়া, কান্নার রোল পরিবারে 'আমার বাবাকে ছেড়ে দাও!' আর কী আবেদন পাকিস্তানে আটক বিএসএফ জওয়ানের শিশু পুত্রের? বিএড পড়ুয়ার সংখ্যা হ্রাস মারাত্মক হারে, ৭ হাজার আসন ফাঁকা পড়ে রয়েছে কলেজগুলিতে

IPL 2025 News in Bangla

‘বাচ্চা’ সূর্যবংশীর তেজে খাক রশিদরা, ৩৮ বলে ১০১ করে RR-র লজ্জা রুখল, হল ১১ নজির ১৪ বছরেই IPL-এ দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির নজির RR তারকার, ঝুলিতে এল বিশ্বরেকর্ডও গৌতম গম্ভীরের আলাদা আভিজাত্য আছে… প্রাক্তন মেন্টরকে মিস করছেন KKR-এর তারকা পেসার এক ঘণ্টার মধ্যে… KKR-এর শাহরুখ মালিক হিসাবে কেমন? আক্রমের অবাক করা মন্তব্য ৭৪ নয়, IPL 2028-এ হবে ৯৪টা ম্যাচ! এবারে নতুন চ্যাম্পিয়নকে দেখতে চান অরুন ধুমাল অনিল কুম্বলে ধরালেন KKR টিম ম্য়ানেজমেন্টের ভুল! শাহরুখ খান এখনও হালছাড়তে নারাজ বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লির হারের জন্য দায়ী কে? কী বললেন DC মেন্টর পিটারসেন? টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছি… প্লে-অফে ওঠার আশা শেষ হওয়ার আগেই হাল ছেড়েছে RR বুমরাহ উইকেট নিলেও ছেলে অঙ্গদ গম্ভীর কেন? হাসাহাসি করায় নেটপাড়াকে একহাত সঞ্জনার শুধু RCB, GT নয় IPL 2025-এর প্লে-অফে উঠতে পারে CSK, KKR! শেষ ৪ ওঠার সম্ভাবনা কত?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.