জানা যায়, গতকাল রাত ১০টা নাগাদ আন্দোলনরত পড়ুয়ারা আন্দোলন মঞ্চ ছেড়ে চলে যেতে শুরু করেন। একপরই পড়ুয়াদের তরফে অফলাইনে পরীক্ষায় বসার বিষয়টি মেনে নেওয়া হয়।
অফলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে অনড় ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই অনড় সিদ্ধান্তের মধ্যে পিছু হটল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। গতকাল দিনভর আন্দোলন জারি রাখার পর শেষ রাতে ফের অফলাইনেই পরীক্ষার বসার সিদ্ধান্ত নিয়েছে পড়ুয়ারা।
জানা যায়, গতকাল রাত ১০টা নাগাদ আন্দোলনরত পড়ুয়ারা আন্দোলন মঞ্চ ছেড়ে চলে যেতে শুরু করেন। একপরই পড়ুয়াদের তরফে অফলাইনে পরীক্ষায় বসার বিষয়টি মেনে নেওয়া হয়। এর আগে আন্দোলনরত পড়ুয়াদের তরফে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হস্তক্ষেপের দাবি জানানো হয়। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় চত্বরে পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে সিঁথি থানার পুলিশকে ডাকতে হয়েছিল।