ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরে সেই পদটাও গিয়েছে। আপাতত জেলেই দিন কাটছে তার। তিনি সুবীরেশ ভট্টাচার্য। গত কয়েকদিনে যেন সবকিছু ওলটপালট হয়ে গিয়েছে। পরিবারেরও কার্যত বিধ্বস্ত অবস্থা।
এদিকে ইতিমধ্যেই সিবিআই দাবি করেছে, পদ যাওয়ার পরেও এখনও যথেষ্ট প্রভাবশালী সুবীরেশ। আর সোমবার সেই প্রভাবশালী সুবীরেশকে হাজির করা হয়েছিল আদালতে। আদালতে যাওয়ার পথে ভিড় এড়িয়ে এদিন চোখের জল ফেলেন সুবীরেশ। স্ত্রী, মেয়েকে দেখতে পেয়ে প্রকাশ্য়েই কেঁদে ফেলেন তিনি। বার বার রুমাল দিয়ে চোখ মুছতে থাকেন তিনি।
পরিবার থেকে দূরে একান্তে জেলের মধ্যে দিন কাটছে সুবীরেশের। সামাজিক সম্মান সব মাটিতে মিশে গিয়েছে। সূত্রের খবর, এদিন পরিবারের লোকজনকে কাছে পেয়ে কেঁদে ফেলেন সুবীরেশ।
তবে ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, নিয়োগ দুর্নীতিতে বড় মাথা সুবীরেশ। তিনি সব জানতেন। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ।
এদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েরও উপাচার্য ছিলেন তিনি। অনেকের মতে, নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়ানোর পরে মাথা হেঁট হয়ে গিয়েছে অনেকের। বিশ্ববিদ্যালয়েরও সম্মানহানি তিনি করেছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষাক্ষেত্রে এত বড় দুর্নীতি মানতে পারছেন না কেউই।