বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর আরও একটি ফ্ল্যাটের হদিশ মিলল লেকটাউনে। লেকটাউনের ৪০৩/১ দক্ষিণদারি রোডে এলোভ গ্লোরিয়া রেসিডেন্স আবাসনের একটি বিল্ডিংয়ের অষ্টম তলায় এই ফ্ল্যাটের খোঁজ মিলেছে। সূত্রের খবর, সেখানে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। চিটফান্ড কাণ্ডের বেশ কিছু নথি এবং তথ্য প্রমাণ এই ফ্ল্যাট থেকে মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, আজ সকাল সকাল সিবিআই-এর তদন্তকারীরা বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা দেন। পরে কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান তথা সুবোধের ভাই কমল অধিকারীর বাড়িতেও হানা দেয় সিবিআই। কমল অধিকারীর পৈতৃক বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, সানমার্গ চিটফান্ডকাণ্ডে কলকাতায় ৩টি এবং হালিশহর, জেটিয়া, কাঁচরাপাড়া-সহ ৭টি জায়গায় তল্লাশি চলে। জানা গিয়েছে, চিটফান্ড কাণ্ডে ধৃত হালিশহরের পুরপ্রধান রাজু সাহানির ঘনিষ্ঠ কমল এবং তাঁর দাদা সুবোধ।
এদিকে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়ি, কাঁচড়াপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বাড়ি ছাড়াও কাঁচড়াপাড়া পুরসভার কাউন্সিলর ঝুম্পা সিং-এর বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআই কর্তারা। তাছাড়া মঙ্গলদীপে বিধায়কের অফিস এবং ব্যক্তিগত সহকারীর বাড়িতেও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। এদিকে কমল এই বিষয়ে বলেছেন, ‘রাজু সাহানি আমার ভালো বন্ধু।কিন্তু আত্মীয় নয়। তাই সবটা জানা সম্ভব নয়। যদি কেউ দোষ করে থাকে শাস্তি পাবে।’