বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > তৃণমূলে গেলেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা, প্রভাব পড়বে না, দাবি বিজেপির

তৃণমূলে গেলেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা, প্রভাব পড়বে না, দাবি বিজেপির

অমিত শাহর সঙ্গে সুজাতা খাঁ

জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন যে সৌমিত্র খাঁ রাজনীতিতে অনেক দিন ধরে থাকলেও তাঁর স্ত্রীর সেরকম অভিজ্ঞতা নেই।

সপ্তাহের শুরুতেই চমক। বিজেপি সাংসদ তথা রাজ্যে দলের যুবা মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা যোগ দিলেন তৃণমূলে। দলীয় কার্যাদলে যোগদান পর্বের পর বিজেপির বিরুদ্ধে রাগ উগড়ে দেন সুজাতা খাঁ। যদিও বিজেপির দাবি যে সুজাতাদেবীর প্রস্থানে দলে কোনও প্রভাব পড়বে না। 

বিষ্ণুপুরের সাংসদের স্ত্রী গত লোকসভায় কার্যত একাহাতে প্রচারের দায়িত্বে ছিলেন। অফলাইন কি অনলাইন, সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি সোচ্চার হয়েছেন, তাঁর মধ্যে অন্যতম হলেন সুজাতা খাঁ। পালটা আক্রমণ করেছে তৃণমূল। এদিন অবশ্য সে সব পিছনে ফেলে ঘর ওয়াপসি হল নেত্রীর। তবে সৌমিত্রর মতো বিজেপিতে কোনও বড় পদের অধিকারিনী ছিলেন না তিনি। 

এদিন দল বদলানোর পর তিনি বলেন যে বিজেপিতে নীতির কোনও দাম নেই। কর্মঠ মানুষ যারা আদর্শের জন্য লড়াই করে, তারা নয় বিজেপিতে দুর্নীতিগ্রস্ত ও উচ্চাকাঙ্খীদেরই রমরমা বলে তিনি অভিযোগ করেন। তবে সৌমিত্র খান তৃণমূলে আসবেন কিনা, সেই নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলেন নি তিনি। 

অন্যদিকে বিজেপি পুরো বিষয়টি লঘু করতে চাইছে। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন যে সৌমিত্র খাঁ রাজনীতিতে অনেক দিন ধরে থাকলেও তাঁর স্ত্রীর সেরকম অভিজ্ঞতা নেই। সৌমিত্রর সঙ্গে বিয়ের পরেই সুজাতার রাজনীতির মঞ্চে প্রবেশ বলে জানান জয়প্রকাশ। তাই উনি দল ছাড়ার কোনও রাজনৈতিক তাৎপর্য নেই বলেই দাবি বিজেপি নেতার। তবে দলের এক সাংসদ ও আন্দোলনের অন্যতম মুখ সৌমিত্রর স্ত্রী তৃণমূলে যোগ দেওয়া যে গেরুয়া শিবিরের পক্ষে নিশ্চিত ভাবেই অস্বস্তিকর, সেটা বলার অপেক্ষা রাখে না। 

 

বাংলার মুখ খবর

Latest News

ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.