আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিকে ‘নাটক’ বলে কাটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার বিকেলে দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে সুকান্তবাবু প্রশ্ন করেন, আপনি তো নিজেই বচন দিয়ে চলে গেলেন। ওখানে হরিকথার আসর হচ্ছিল না কি?
আরও পড়ুন - মানুষের হাসপাতালে তৃণমূল নেতার কুকুরের চিকিৎসা! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
পড়তে থাকুন - 'এখনই প্রতিরোধ না হলে আরও অনেক তিলোত্তমাকে এভাবে চলে যেতে হতে পারে'
মমতার সফরকে আক্রমণ করে সুকান্তবাবু বলেন, ‘সাদা চুল, কালো কোট যে ব্যক্তি সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করছেন তাঁর বুদ্ধিতেই তিনি গিয়েছেন কি না আমাদের সন্দেহ রয়েছে। পুরোটাই নাটক। ইংরাজিতে যাকে বলে প্লেয়িং টু গ্যালারি।’
মমতাকে আক্রমণ করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি যে এই কুনাট্য করলেন। দোষ চাপালেন জুনিয়র ডাক্তারদের ওপর। তাঁরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। জেলায় যখন প্রশাসনিক বৈঠকের নামে সরকারি আধিকারিকদের গালাগালি করেন, এমনকী শারীরিক গঠনকে কটাক্ষ করেন, তখন তো লাইভ করেন। আপনি শুধু লাইভ করেন তখন, যখন আপনি একাই বলেন। ধরনা মঞ্চে এসে তো অন্যের কথা শুনতে হবে। আপনি তো নিজেই বচন দিয়ে চলে গেলেন। ওখানে হরিকথার আসর হচ্ছিল না কি? যখনই লাইভ হয়, উনি একা বলবেন, আর কাউকে বলতে দেবেন না। এই স্বৈরতান্ত্রিক মানসিকতার জন্য আপনার লাইভে আপত্তি।’
আরও পড়ুন - খুনি ডাক্তারের শাস্তি চাই, সন্ধের পর পথে নেমে স্লোগান তুললেন কল্যাণ
তিনি বলেন, ‘পুরোটাই নাটক। আমি নাটকের শহর বালুরঘাটের লোক। আমি বলছি, এটা কুনাট্য। আপনি ওখানে কী জন্য গেছেন? আলোচনার জন্য গেছেন? তাহলে তো ৫টি দাবি আছে। সেগুলো নিয়ে আলোচনা করুন। উনি যদি প্রত্যেক ডাক্তারের বাড়িও যান কী ফারাক হবে? আপনি উদার মানসিকতা দেখাতে চাইলে ৫টার মধ্যে ১টা দাবি মেনে নিয়ে তার পর ওখানে যাওয়া উচিত ছিল। তখন লাইভ ছাড়া আলোচনার ব্যাপারটা বিবেচনা করা যেত।’