রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ শিবিরের পদপ্রার্থী হয়েছেন দ্রৌপদী মুর্মু। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে ফোন করে নিজের পক্ষে ভোট চাওয়ার কাজ শুরু করেছেন তিনি। সেই অভিপ্রায়ে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় আসতে পারেন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল। এবার দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন বিজেপির রাজ্য নেতৃত্ব। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে সুকান্ত মজুমদার ছাড়াও সই রয়েছে শুভেন্দু অধিকারীর। একে অপরের বিরোধী হওয়া সত্বেও কেন মুখমন্ত্রীর কাছে ভোট দেওয়ার আবেদন জানালেন সুকান্ত এবং শুভেন্দু! তাই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
অবশ্য সুকান্ত মজুমদার নিজেই মুখ্যমন্ত্রীর কাছে ভোট চাওয়ার কারণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ভোট চাওয়ার আবেদন প্রসঙ্গে সুকান্ত বলেন, ‘দ্রৌপদী মুর্মু প্রথম কোনও জনজাতি সম্প্রদায়ের রাষ্ট্রপতি হতে চলেছেন। তাই আমরা চাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তাঁকে নির্বাচিত করুন।’ প্রসঙ্গত, বিজেপির শরিক নয় এমন অনেক দলই দ্রৌপদী মুর্মুকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। ফলে সংখ্যার বিচারে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তিনি অনেকটাই এগিয়ে। চিঠিতে লেখা হয়েছে, ‘দ্রৌপদী দেবীর জয় নিশ্চিত থাকা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আপনার কাছে ভোট চাইছি। কারণ দ্রৌপদী মুর্মু দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া সর্বোত্তম পদক্ষেপ।’
উল্লেখ্য, এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ১৮ টি বিজেপি বিরোধী রাজনৈতিক দলের জোটের প্রার্থী হয়েছেন যশবন্ত সিনহা। বিরোধীদের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম উদ্যোগী ছিলেন। তিনি একাধিক নাম প্রস্তাবও করেছিলেন। শেষ পর্যন্ত যশবন্তের নাম ঠিক হয়। গতকাল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠির কথা জানান সুকান্ত মজুমদার।