বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sukanta Majumdar: ‘সাহস থাকলে পুলিশ তদন্ত করুক’, মমতার বুলডোজার নির্দেশ নিয়ে কটাক্ষ সুকান্তর

Sukanta Majumdar: ‘সাহস থাকলে পুলিশ তদন্ত করুক’, মমতার বুলডোজার নির্দেশ নিয়ে কটাক্ষ সুকান্তর

সুকান্ত মজুমদার। নিজস্ব চিত্র

‘এই সমস্ত বিষয়ে আদালতে গিয়েছে। আদালতে তার বিচার হবে। তারপর বোঝা যাবে কে ঠিক আর কে ভুল।’ একই সঙ্গে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করে বলেন, ‘যে পুলিশ প্রশাসন বাংলায় ঘাঁটি গেড়ে থাকা আল-কায়দা জঙ্গিদের খুঁজে বের করতে পারে না সে পুলিশ কীকরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করবে।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে মুখ্যসচিবকে তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও প্রমাণ পেলে বুলডোজার দিয়ে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। এ নিয়ে এবার সুর ছড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাল্টা মমতাকে তিনি তীব্র ভাষাতে আক্রমণ করলেন। ‘মমতা নাটক করছেন’ বলে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।

তিনি বলেন, ‘এই সমস্ত বিষয়ে আদালতে গিয়েছে। আদালতে তার বিচার হবে। তারপর বোঝা যাবে কে ঠিক আর কে ভুল।’ একই সঙ্গে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করে বলেন, ‘যে পুলিশ প্রশাসন বাংলায় ঘাঁটি গেড়ে থাকা আল-কায়দা জঙ্গিদের খুঁজে বের করতে পারে না সে পুলিশ কি করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করবে। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সাহস নেই মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করার।’ এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অপরাধী বলে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘কেউ যদি প্রভাব খাটিয়ে নিজের পরিবারকে দুর্নীতিতে প্রশ্রয় দেয় তাহলে তিনিও সমান অপরাধী।’

উল্লেখ্য, গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিভি চ্যানেলের প্রতি ক্ষোভ উপড়ে জানান, ‘টিভি চ্যানেলগুলি নাকি দেখাচ্ছে আমাদের লোকেদের জমি জায়গা বেড়েছে। আদালতে একটি মামলা হয়েছে। তবে আমি পরিষ্কার থাকতে চাই। তাই মুখ্য সচিবকে তদন্ত করতে বলেছি। সত্যি প্রমাণিত হলে আমার অনুমতি ছাড়াই বুলডোজার দিয়ে সেগুলি ভেঙে গুঁড়িয়ে দিতে বলেছি।’ তিনি আরও জানান, ‘পরিকাঠামো, চাকরি নিয়ে ক্যাবিনেটের স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে মুখ্য সচিব-সহ অন্যান্য সচিবরা ছিলেন। সেই বৈঠকেই আমি মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছি।’ এ প্রসঙ্গেই মমতাকে আক্রমণ করেন সুকান্ত মজুমদার।

বন্ধ করুন