বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sukanta Majumdar: আবাসে অনিয়ম, ভোটের মুখে আদালতে ভর্ৎসিত রাজ্য, সুকান্তর নিশানায় 'হীরক রানি'!

Sukanta Majumdar: আবাসে অনিয়ম, ভোটের মুখে আদালতে ভর্ৎসিত রাজ্য, সুকান্তর নিশানায় 'হীরক রানি'!

সুকান্ত মজুমদার ও মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

বৃহস্পতিবার বিকেলে (৭ নভেম্বর, ২০২৪) নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সুকান্ত মজুমদার। সেই পোস্টে একইসঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এবং সেই সরকারের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপি রাজ্য সভাপতি।

'শুধু ক্যানিং নয়, বাংলার সমস্ত অঞ্চলেই লুট ও বঞ্চনার রেওয়াজ কায়েম হয়েছে'! 'প্রধানমন্ত্রী আবাস যোজনা' নিয়ে এভাবেই তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করলেন বিজেপি রাজ্য সভপতি সুকান্ত মজুমদার।

কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকার ভর্ৎসিত হতেই আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে ফের একবার সরব হলেন রাজ্য বিজেপির এই নেতা তথা কেন্দ্রের মোদী সরকারের শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, ক্যানিংয়ের একটি ঘটনায় 'প্রধানমন্ত্রী আবাস যোজনা'র আওতায় পশ্চিমবঙ্গ সরকার কার্যত তার 'ভুল' স্বীকার করে নিতেই আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় সরকার পক্ষকে। এমনকী, সংশ্লিষ্ট বিচারপতি এই ঘটনাকে 'ইচ্ছাকৃত জালিয়াতি' বলে তীব্র তিরস্কার করেন!

এরপরই, বৃহস্পতিবার বিকেলে (৭ নভেম্বর, ২০২৪) নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সুকান্ত মজুমদার। সেই পোস্টে একইসঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এবং সেই সরকারের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপি রাজ্য সভাপতি।

সুকান্তর অভিযোগ, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার লাগাতার সমালোচিত হচ্ছে। সেই তালিকায় সর্বশেষ সংযোজন আবাস যোজনা সংক্রান্ত একটি মামলায় মহামান্য হাইকোর্টের ভর্ৎসনা।'

এরপরই সুকান্ত লেখেন, 'আদালত তার পর্যবেক্ষণেই জানিয়েছে, অনিয়ম করা হচ্ছে। এমনকী, যোগ্য উপভোক্তাদের বঞ্চিত করে অযোগ্যদের নামে টাকা বরাদ্দ করা হচ্ছে।'

সুকান্তর অভিযোগ, 'লুট এবং বঞ্চনার এই রেওয়াজ শুধুমাত্র ক্যানিংয়ে নয়, সারা বাংলায় কায়েম হয়েছে।'

বিজেপি রাজ্যসভাপতির দাবি, পশ্চিমবঙ্গ সরকারের এই লুটের বিরুদ্ধে বাংলার মানুষ একজোট হচ্ছে এবং শীঘ্রই তারা 'হীরক রানি'কে ক্ষমতাচ্যুত করবে!

প্রসঙ্গত, বিজেপি নেতানেত্রীরা মাঝেমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'হীরক রানি' বলে কটাক্ষ করেন।

'হীরক রাজার দেশে' একটি কালজয়ী বাংলা সিনেমা। যে ছবিতে এমন এক রাজার উল্লেখ রয়েছে, যিনি অত্যাচারী, অনাচারী, নির্মম ও নিষ্ঠুর। প্রজাকে শোষণ করেই তাঁর রাজকোষ ফুলে ফেঁপে ওঠে!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে সেই হীরক রাজা এবং তাঁর অনৈতিক রাজপাটের সঙ্গে তুলনা করে আসলে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্যকে ফের একবার কোণঠাসা করার চেষ্টা করেছেন সুকান্ত।

প্রসঙ্গত, ক্যানিং-১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচজন বাসিন্দা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘরের জন্য আবেদন করলেও তাঁরা সেই টাকা পাননি।

অভিযোগ, আবেদনকারীদের প্রথমে স্থানীয় পঞ্চায়েতের তরফে জানানো হয়, তাঁদের টাকা আসেনি। পরে বলা হয়, তাঁরা ওই টাকা পাওয়ার যোগ্য নন। এরপরই আদালতের দ্বারস্থ হন ওই পাঁচজন।

সেই মামলায় কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার তার রিপোর্ট পেশ করে জানিয়েছে, ওই পাঁচজন ন্যায্য উপভোক্তার নামে বাড়ি তৈরির টাকা এলেও তা ভুল ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চলে গিয়েছে!

এই ভয়ঙ্কর ভুল স্বীকারের পরই রাজ্যের তুলোধনা করেন বিচারপতি রবি কিশন কাপুর। তিনি এই ঘটনাকে 'ইচ্ছাকৃত জালিয়াতি' বলে তোপ দাগেন।

এদিকে, রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর। তার আগে আবাস যোজনা নিয়ে আদালতে ভর্ৎসিত হয়ে বেকায়দায় তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার।

এই প্রেক্ষাপটে তৃণমূলের সরকারকে তোপ দেগে এবং আবাস যোজনায় বঞ্চিতদের পাশে থাকার বার্তা দিয়ে ভোটে বিজেপির কোনও লাভ হয় কিনা, এখন সেটাই দেখার।

 

 

 

বাংলার মুখ খবর

Latest News

ধনু, মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ কারা লাকি? দেখে নিন ৯ ডিসেম্বরের রাশিফল সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ কারা লাকি? ৯ ডিসেম্বরের রাশিফল রইল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ করা লাকি? রইল সোমবার, ৯ ডিসেম্বরের রাশিফল সোমে জেলায়-জেলায় বৃষ্টি, ঘন কুয়াশার সতর্কতা বাংলার কোথায় কোথায়? নামবে পারদও সাতপাকে বাঁধা পড়ছেন পিভি সিন্ধু! নিমন্ত্রণ করতে হাজির সচিনের বাড়ি, দেখুন কার্ড কুর্সি হারিয়ে ‘বন্ধু’র দ্বারে! সপরিবার রাশিয়ায় আশ্রয় নিলেন বাশার আল-আসাদ:রিপোর্ট ১১ দিনে মৃত ৯১০ জন! সিরিয়া বিদ্রোহীদের ‘বাশার উৎখাত’ মিশনের বলি ১৩৮ সাধারণ মানুষ ‘হ্যাঁ, ভারত রাশিয়া থেকে তেল কিনছে, আপনাদের কাছে কোনও বেটার ডিল আছে?’ কলকাতার ম্যাজিকে মুগ্ধ ব্রায়ান, রক সম্রাটের সুরে ভাসলেন অনিন্দ্য-লগ্নজিতারা জুনিয়র মহিলা হকির এশিয়া কাপে দুরন্ত ভারত! বাংলাদেশকে ১৩-১ গোলে হারাল টিম ইন্ডিয়া

IPL 2025 News in Bangla

টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের ধোনির সঙ্গে ১০ বছরের বেশি কথা নেই, নিজেই জানালেন হরভজন, ঝামেলা কি জোরদার? কেরল ম্যাচের পর মহারাষ্ট্র ম্যাচেও নেই সচিনপুত্র! গোয়া দল থেকেও কি বাদ অর্জুন? ভাইরাল ‘গুলাবি শরারা’য় জমিয়ে ঠুমকা ধোনির, সাক্ষীকে দিলেন টেক্কা! দেখুন ভিডিয়ো IPLর আগে স্বস্তিতে CSK! ৩০ লাখের শ্রেয়স গোপাল সৈয়দ মুস্তাক আলিতে নিল হ্যাটট্রিক… ক্রিকেট মাঠ ছেড়ে SBIর ডিউটিতে! ভারতের প্রাক্তন ক্রিকেটার মন দিচ্ছেন নতুন কাজে… KKRর সুসংবাদ! আবু ধাবি T10 জিতলেন রাসেল-নরকিয়া! ফাইনালে দুরন্ত বোলিং নরকিয়ার! পন্তের রেকর্ড ভাঙার পর ফের ঝোড়ো সেঞ্চুরি IPL-এ ‘ব্রাত্য’ উর্ভিল প্যাটেলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.