বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Paresh Adhikary: ‘‌পরেশের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?‌’, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন সুকান্তের

Paresh Adhikary: ‘‌পরেশের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?‌’, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন সুকান্তের

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। দলের সব পদ থেকেও সরানো হয়েছে। গত ২২ জুলাই এসএসসি’র নিয়োগ দুর্নীতি মামলায় মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে হানা দেয় ইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর।

মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে। চলে গিয়েছে দলীয় পদও। বিরোধীরা তাই চেয়ে ছিলেন। এবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি তুলল বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে একটি টুইট করেছেন। আর সেই টুইটে সুকান্ত যুক্ত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

ঠিক কী লিখেছেন সুকান্ত মজুমদার?‌ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?‌ এই প্রশ্ন তুলে টুইট করেছেন বালুরঘাটের সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করে টুইটে লিখেছেন, ‘‌শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ক্ষমতার অপব্যবহার করে সরকারি স্কুলে মেয়েকে শিক্ষিকার চাকরি দিয়েছিলেন। কলকাতা হাইকোর্ট তাঁর মেয়ের চাকরি বাতিল করেছে। কিন্তু তিনি এখনও মন্ত্রী পদে বহাল রয়েছেন। পরেশের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?‌’‌

ঠিক কী টুইট করেছেন অমিত মালব্য?‌ একই প্রশ্ন তুলে বিজেপির পশ্চিমবঙ্গের সহ–পর্যবেক্ষক তথা আইটি সেলের প্রধান অমিত মালব্যও একই প্রশ্ন করেছেন। তিনি টুইটে লিখেছেন, ‘‌কলকাতা হাইকোর্ট শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বেআইনি নিয়োগ বাতিল করেছে। মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হয়েছে। তাহলে কেন তাঁকে মন্ত্রীপদ থেকে বরখাস্ত করা হবে না?’‌

উল্লেখ্য, বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। দলের সব পদ থেকেও সরানো হয়েছে। গত ২২ জুলাই এসএসসি’র নিয়োগ দুর্নীতি মামলায় মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে হানা দেয় ইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। তাই এবার তাঁকে সরাতে উঠে পড়ে লেগেছে বিজেপি।

বন্ধ করুন