প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতির প্রকাশ্যে বিরোধিতা করে দলেরই একাংশের সমালোচনার মুখে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বক্তব্য শুভেন্দুবাবুর ব্যক্তিগত মত বলে মন্তব্য করেছেন। তার পরেও নিজের অবস্থান থেকে নড়তে নারাজ কাঁথির শান্তিকুঞ্জের বাসিন্দা। উলটে তাঁর দাবি, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী বলে প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না। কিন্তু মনে মনে আমার বক্তব্যকে সমর্থন করেন তিনিও।
আরও পড়ুন - ডিম ভাত খেতে কলকাতা গেলে ইন্সুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন, পোস্টার পড়ল হুগলিতে
পড়তে থাকুন - অভিযোগকারীদের বিরুদ্ধে হাইকোর্টে মামলার হুমকি, গ্রেফতারির পরেও তেজ কমেনি জামালের
গত বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির রাজ্য কার্যকারিনীর বৈঠকে শুভেন্দুবাবু বলেন, ‘এতদিন আমিও রাষ্ট্রবাদী মুসলিমদের কথা বলেছি। আপনারা বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ। কিন্তু আর বলব না। এবার থেকে বলব, যারা আমাদের সাথে আমরা শুধু তাদের সাথে। আমি দলের সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া উচিত বলে মনে করি।’
শুভেন্দুবাবুর বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এটা শুভেন্দুবাবুর নিজের মত। দলীয় সম্মেলনে প্রত্যেকে নিজের প্রস্তাব রাখতে পারেন। সেই প্রস্তাব গৃহীত হবে কি না তা রাজ্য সভাপতি ও তাঁর টিম ঠিক করবে।
তবে এব্যাপারে শুভেন্দুবাবুর পাশে দাঁড়িয়েছেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় ও ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। কার্তিক মহারাজ বলেন, যারা শুভেন্দুবাবুর বক্তব্যের বিরোধিতা করছেন তারা বাস্তব পরিস্থিতি জানেন না।
এরই মধ্যে নিজের অবস্থানে পক্ষে যুক্তি দিলেন শুভেন্দুবাবু। বললেন, ‘আমি আমার কথা বলছি। রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি, যে আমার সঙ্গে থাকবে আমি তাঁর সঙ্গে থাকব। ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম নয়। যাঁরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে সুখ-দুঃখে থাকবে, মিথ্যা মামলা খাবে তাঁদের দেখা উচিত। এর মধ্যে বিতর্কের কী আছে?'
আরও পড়ুন - শ্লীলতাহানির অভিযোগ ভুয়ো, অবসরপ্রাপ্ত বিচারপতির রিপোর্ট প্রকাশ করে দাবি রাজভবনের
তিনি আরও বলেন, 'সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সরকারের নীতির কথা বলেছেন। তিনি রাজ্য সভাপতি আবার কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে প্রকাশ্যে উনি স্বীকার করুন বা না করুন, মনে মনে আমার মতের সঙ্গে সহমত হতেই হবে। আমার নির্বাচনী কেন্দ্রে এই নীতিতে কাজ করি'।