বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > জুলাই মাস পর্যন্ত স্বস্তিতে লালা, রক্ষাকবচ বাড়িয়ে দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের

জুলাই মাস পর্যন্ত স্বস্তিতে লালা, রক্ষাকবচ বাড়িয়ে দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের

কয়লাপাচার কাণ্ডের মূলচক্রী অনুপ মাজি ওরফে লালা। ছবি সৌজন্য–এএনআই।

আর জুলাই মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালতে। ততদিন সিবিআইয়ের নাগালের বাইরে সম্পূর্ণ আরামেই দিন কাটাবেন লালা।

আবার স্বস্তি লালার। আর বিড়ম্বনায় সিবিআই। কারণ কয়লা পাচার–কাণ্ডে আবারও স্বস্তির নিঃশ্বাস ফেলল অনুপ মাজি ওরফে লালা। একেবারে জুলাই মাস পর্যন্ত তাঁর রক্ষাকবচ বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ জুলাই পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। আর জুলাই মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালতে। ততদিন সিবিআইয়ের নাগালের বাইরে সম্পূর্ণ আরামেই দিন কাটাবেন লালা।

গত নভেম্বর মাসে কয়লা পাচার–কাণ্ডের তদন্তে মামলা দায়ের করেছিল সিবিআই। তখন দফায় দফায় রাজ্য জুড়ে অভিযান চালান তদন্তকারীরা। তারপরই হাতে আসে অনুপ মাজি ওরফে লালার নাম। স্রেফ কয়লা পাচার করে যিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এই ঘটনায় তদন্তকারীদের চোখ কপালে ওঠে। এত বিপুল পরিমাণ সম্পত্তি, বিলাসবহুল জীবন ভাবিয়ে তোলে তাঁদের। তাঁকে খুঁজতে প্রথমে পুরুলিয়ার নিতুড়িয়ার বাড়িতে হানা দেয় সিবিআই। তারপর কলকাতায় তাঁর বাড়ি এবং অফিসেও যান তদন্তকারীরা। কিন্তু লালার দেখা মেলেনি।

এই তদন্তে নেমে একের পর এক নাম সিবিআইয়ের জালে উঠে আসে। তালিকায় বিকাশ মিশ্র, ব্যবসায়ী গণেশ বাগাড়িয়াদের মতো প্রভাবশালীর নাম উঠে আসে। তবে এই তালিকার সঙ্গে নাম জড়ায় পুলিশ অফিসার, ইসিএল আধিকারিকদের একাংশেরও। যা ভাবিয়ে তোলে আধিকারিকদের। বোঝা যায় ঠগ বাছতে গাঁ উজাড় হবার অবস্থা। তখন লালার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। আর তাঁকে পলাতক ঘোষণা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। লালাকে হেফাজতে নিতে আর্জি জানায় সিবিআই।

কিন্তু দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, লালাকে গ্রেফতারির নির্দেশ দেয়নি। শর্ত দিয়েছিল, লালাকে তদন্তে সহযোগিতা করতে হবে। ৩০ মার্চ হঠাৎ কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দেন লালা। রীতিমতো মেজাজ দেখাতে থাকেন তিনি। সিবিআইও একাধিকবার সুপ্রিম কোর্টে গিয়েছে অভিযোগ নিয়ে, ‘লালা তদন্তে সহযোগিতা করছেন না।’ আজ, মঙ্গলবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে অনুপ মাজি ওরফে লালার মামলার শুনানি ছিল। সেখানে বেঞ্চ জানায়, আপাতত লালাকে গ্রেফতার করা যাবে না। পরবর্তী শুনানি জুলাই মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হবে।

বাংলার মুখ খবর

Latest News

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.