বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Supreme Court: এসএসসির গ্রুপ সি ও নবম-দশমের শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Supreme Court: এসএসসির গ্রুপ সি ও নবম-দশমের শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

৭ দিনের জন্য স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (HT ফাইল ছবি) (HT_PRINT)

নবম-দশমে ৬১৮ জন এবং গ্রুপ সি-র ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরিচ্যুতরা।

হাইকোর্টের নির্দেশে এসএসসি-র গ্রুপ সি ও নবম-দশম শ্রেণির শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সাতদিনের জন্য ওই শূন্যপদে কোন নিয়োগ করতে পারবে না এসএসসি।

এর আগে নবম-দশমে ৬১৮ জন এবং গ্রুপ সি-র ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরি হারানোরা। তাঁরা সুপ্রিম কোর্টে জানান, হাইকোর্ট তাঁদের বক্তব্যকে গুরুত্ব দেয়নি। সে কারণে তাঁদের বক্তব্য শোনা হোক। শুক্রবার বিচারপতি অনিরুদ্ধ বসু ও সুধাংশু ধুলিয়া এই নিয়োগ প্রক্রিয়াতে স্থগিতাদেশ জারি করেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, গ্রুপ সি-র মোট ৮৪২ জনের চাকরি বাতিলের। আদালতের এই নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হয়। এর সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ওই শূন্যপদে দশ দিনের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে পার্থী নিয়োগ করতে হবে। আদালতের সেই নির্দেশ মেনে নোটিশ দেয় এসএসি। এ ছাড়া ১৩ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে নবম-দশমে ৬১৮জনের সুপারিশপত্র বাতিল করে।

বন্ধ করুন